কেমনে তাঁকে ভুলি

নজরুল জাহান | শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৯:২৫ পূর্বাহ্ণ

লক্ষকোটি মনের দুঃখ

বক্ষ জোড়া শোক,

এই দেশে আর আসবে না কো

তাহার মতো লোক।

এমন গুণী সৃষ্টিকর্তা

পাঠান যেই দেশে,

সেই দেশটা মানুষের হয়

মানুষকে ভালোবেসে।

সেই মানুষের সাক্ষাৎ রূপ

মুক্তি দূতের মতো,

শত দু:খ কষ্ট সে যে

নিয়ে মনে ক্ষত।

এগিয়ে চলে দীপ্ত পায়ে

মাথা করে না নত,

তাহার মাথা সবার ওপরে

মুক্তি আনাই ব্রত

কষ্ট করে হাসতে হাসতে

মুক্তি আনতেই উদ্যত,

মানব মুক্তি লক্ষ্য তাহার

তার কাছেই সংগত।

মানুষ দ্যাখে দেদীপ্যমান

মুক্তি দূতের উজ্জ্বলা,

যুগযুগান্তর এই পৃথিবী

তার শোকে হয় কারবালা।

শোককে যখন স্পীহাতে

দুর্বার করে তোলে,

মনে রাখতে হবে তাদের

কেমনে তাকে ভোলে?

পূর্ববর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত ষড়যন্ত্রকারীরা আজ ঘৃণিত