বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান

| শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৯:২৫ পূর্বাহ্ণ

প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষ বন্যা কবলিত হয়। এই বছরও দেশের বিভিন্ন স্থানে মানুষ প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রাম জেলার সাতকানিয়াচন্দনাইশ উপজেলার অন্তর্গত প্রায় প্রতিটি ইউনিয়নের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। গত ৬ তারিখ থেকে বৃষ্টির পানি বৃদ্ধি পেতে থাকে এবং ৮ তারিখ বন্যা ভয়াবহ হয়ে পড়ে। স্থানীয় মানুষরা জানিয়েছেন এরূপ পানি বিগত সময়ে কখনো মানুষ প্রত্যক্ষ করেন নি। যার ফলে প্রতি বছরের তুলনায় এই বছর মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া, বন্যায় মানুষের ক্ষয়ক্ষতির পাশাপাশি মৃত্যুর খবরও শোনা যাচ্ছে। এই পর্যন্ত ২০ জনের মত মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তম্মধ্যে, ৬ জনের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায় বলে অভিমত পেশ করেন। অনেক পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে এবং অধিকাংশ পরিবার নিজেদের সামান্য অর্থসম্বল নিয়ে আকড়ে আছে। অন্যদিকে মানুষ অর্থ ও খাদ্য সংকটে পড়েছে অত্যদিক। একদিকে যেমন ঘরবাড়ি মেরামত করতে হচ্ছে, তেমনি খাদ্য নিয়েও ভোগান্তিতে নিমজ্জিত হয়েছে। অতএব, উক্ত উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট বিশেষ অনুরোধ করছি।

আবদুর রশীদ

সাতকানিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসুভাষচন্দ্র বসু : স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা
পরবর্তী নিবন্ধকেমনে তাঁকে ভুলি