উপজেলা পর্যায়ে নভেম্বরের মধ্যে পৌঁছে যাবে নতুন বই

| শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৮:১৫ পূর্বাহ্ণ

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, নতুন বছরের প্রথম দিন সকল শিশুর হাতে বই পৌঁছে যাবে। তিনি বলেন, নতুন বই শিক্ষার্থীদের মাঝে পৌছে দিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অঙ্গীকারাবদ্ধ। গতকাল সকালে কক্সবাজারের একটি হোটেলে ইউএস এআইডি’র সবাই মিলে শিখি প্রকল্পের ২য় বার্ষিক কর্মপরিকল্পনা সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় (ভার্চুয়ালি) তিনি একথা বলেন। খবর বাসসের।

সচিব আরো বলেন, আগামী ২০২৪ সালে নতুন বছরে ২য় ও ৩য় শ্রেণির পাঠ্যবই পরিমার্জিত পাঠ্যক্রম অনুযায়ী প্রণয়ন করা হয়েছে। পরবর্তী বছর ৪র্থ ও পঞ্চম শ্রেণির জন্য নতুন পাঠ্য বই প্রণয়ন হবে। সবাই মিলে শিখির মূল কথাই হল কেউ বাদ যাবে না, কিংবা পিছিয়ে পড়বে না, সবাই সমান সুযোগ পাবে, সম্মিলিত প্রয়াসে নিরন্তর এগিয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ আমেরিকার করদরাজ্য নয়, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র
পরবর্তী নিবন্ধডবলমুরিং স্ট্যান্ড রোডে ৫০ লাখ টাকার জিনিসপত্র চুরি