সিঙ্গাপুরে অর্থপাচার-বিরোধী অভিযান, ১০ বিদেশি গ্রেপ্তার

| শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৮:১০ পূর্বাহ্ণ

সিঙ্গাপুরে বড় ধরনের অভিযান চালিয়ে অর্থপাচার ও জালিয়াতির অভিযোগে ১০ বিদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে প্রায় ১০০ কোটি সিঙ্গাপুরি ডলারের নগদ অর্থ, সম্পত্তি, বিলাসবহুল গাড়ি এবং অন্যান্য সম্পদ জব্দ করা হয়েছে। খবর বিডিনিউজের।

পুলিশ বুধবার এক বিবৃতিতে বলেছে, সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পুলিশ মঙ্গলবার দেশজুড়ে অবিরাম অভিযান চালিয়েছে। অভিযানে ৯৪ টি সম্পত্তি ও ৫০টি গাড়ি জব্দের নির্দেশ জারি করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ৮১ কোটি সিঙ্গাপুরি ডলারের বেশি। তাছাড়া ব্যাংক অ্যাকাউন্ট, নগদ টাকা, বিলাসবহুল ব্যাগ, অলঙ্কার, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস এবং ভার্চুয়াল সম্পদের তথ্যসহ কিছু নথিপত্রও জব্দ করা হয়েছে।

সিঙ্গাপুরের পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বিদেশিদের বয়স ৩১ থেকে ৪৪ এর মধ্যে এবং তারা চীন, তুরস্ক, সাইপ্রাস, ক্যাম্বোডিয়া এবং নিভানুয়াতুর নাগরিক। একটি আলাদা বিবৃতিতে সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সম্ভাব্য জালিয়াতির অর্থ যেখানে চিহ্নিত করা হয়েছে সেসব আর্থিক প্রতিষ্ঠানের (এফআই) সঙ্গে তারা যোগাযোগ রাখছে। এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নজরদারির কাজ চলছে। তবে এ সমস্ত প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা বাড়ল ১২ দিন
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে এক নারীর মৃত্যু চট্টগ্রামে