মানবতাবিরোধী অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে সমবেদনা জানিয়ে পোস্ট দেওয়ায় ৩ নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ। সেই সঙ্গে তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর লিখিত আবেদন করা হয়েছে। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। খবর বাংলানিউজের।
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন– সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মো. রুস্তম, কার্যনির্বাহী সদস্য মো. আফসার ও পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।












