চট্টগ্রাম–নাজিরহাট শাখা রেললাইনে হাটহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে জ্বালানি তেল সরবরাহ দিয়ে আসার সময় একটি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর অক্সিজেন এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে এই শাখা রেললাইনে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ফলে চবির শিক্ষার্থী বহনকারী শাটল ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়।
জানা যায়, চট্টগ্রাম–নাজিরহাট শাখা রেললাইনে হাটাহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে জ্বালানি তেল সরবরাহ করে ওয়াগনটি নগরীতে ফিরে আসার পথে অক্সিজেন এলাকায় ওয়াগনটি লাইনচ্যুত হয়। তবে তেল না থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।












