৩৮ ঘণ্টা বন্ধ ছিল এনআইডি সার্ভার

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ

| বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:১৩ পূর্বাহ্ণ

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্যভাণ্ডারের সার্ভার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৮ ঘণ্টা বন্ধ রাখার পর ফের সেবাদান শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে সার্ভার আবার চালু হয়েছে জানিয়ে এনআইডি উইংয়ের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর বিকেলে এক ব্রিফিংয়ে বলেন, সেবা প্রত্যাশীদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। সার্ভারের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের জন্য ১৪ আগস্ট মধ্যরাত থেকে বন্ধ রাখা হয়েছিল। মেনটেইনেন্স কাজ শেষ হওয়ায় আবার খুলে দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার ছিল সরকারি ছুটি। বুধবার সকালে এনআইডি সার্ভারে ঢুকতে গিয়ে বিপাকে পড়েন অনেকে। দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। ১৭১টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এ সার্ভার থেকে তথ্য নিয়ে কাজ করে। সার্ভার বন্ধ থাকায় সবগুলো সেবাই বিঘ্নিত হয়।

বুধবার সকাল থেকে এনআইডি সার্ভার বন্ধ থাকায় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাইবার হামলার ঝুঁকি এড়াতে এনআইডি তথ্যভাণ্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিফিংয়ে বলেন, আমরা মেনটেইনেন্সের জন্য সাময়িক বন্ধ করেছিলাম। মেনটেইনেন্স থেকে কিছু তথ্য এল, কিছু থ্রেট আসতে পারে, তখন বন্ধ করেছি। এ মুহূর্তে কোনো থ্রেট নেই। এখান থেকে ১১৭টি প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকরা সেবা পেয়ে থাকে। সমস্ত মানুষের নিরাপত্তার জন্য এটা করেছি। এখন সার্ভার ওপেন আছে সার্ভার থেকে সেবা নিচ্ছে। রক্ষণাবেক্ষণের জন্য সার্ভার বন্ধ রাখার বিষয়টি আগে কেন জানানো হল না, সেই প্রশ্নে হুমায়ুন কবীর বলেন, পাবলিকলি না জানিয়ে ১৭১টি প্রতিষ্ঠানকে জানানো হয়েছিল, যারা এখান থেকে সেবা নিয়ে থাকেন। পাবলিকলি জানালে এটা নিয়ে একটা প্যানিক সৃষ্টি হতে পারে, সে কারণে সবাইকে জানানো হয়নি।

পূর্ববর্তী নিবন্ধসাঈদীর মৃত্যু : ডাক্তারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পরবর্তী নিবন্ধহাটহাজারী পৌরসভায় প্রশাসক নিয়োগ