১৪৪ ধারা, চাম্বলে সাঈদীর গায়েবানা জানাজা হয়নি

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৭:৩২ পূর্বাহ্ণ

জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে জামায়াতশিবির গতকাল সকাল সাড়ে ১০টায় বাঁশখালীর চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে গায়েবানা জানাজার আয়োজন করে। একদিকে জাতীয় শোক দিবসের কর্মসূচি, অপরদিকে গায়েবানা জানাজাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে চাম্বল এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। ফলে সাঈদীর গায়েবানা জানাজা হয়নি।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গায়েবানা জানাজা থেকে জামায়াতশিবির মিছিল ও নৈরাজ্য সৃষ্টি করতে পারেএ আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।

পূর্ববর্তী নিবন্ধ১৪৪ ধারা, চাম্বলে সাঈদীর গায়েবানা জানাজা হয়নি
পরবর্তী নিবন্ধদেলাওয়ার হোসাইন সাঈদীর দাফন সম্পন্ন