শেখ রাসেল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট আজ আবার শুরু

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৭:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং এনএইচটি হোল্ডিংস লিঃ এর আর্থিক পৃষ্টপোষকতায় আয়োজিত শেখ রাসেল অনূর্ধ্ব১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট একদিন বন্ধ থাকার পর আজ আবার মাঠে গড়াচ্ছে। গত ১২ আগস্ট শুরু হওয়া এই টুর্নামেন্ট টানা তিনদিন চলার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের জন্য গতকাল বন্ধ রাখা হয়। আর একদিন বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটি। আজকে একটি মাত্র খেলা অনুষ্ঠিত হবে। এম এ আজিজ স্টেডিয়ামে সে ম্যাচে মুখোমুখি হবে এ প্লাস ফুটবল একাডেমি এবং কালারপোল ফুটবল একাডেমি। বিকাল সাড়ে চারটায় শুরু হবে এই ম্যাচটি। আগের তিন ম্যাচে জয় পেয়েছে যথাক্রমে শোভনীয়া ফুটবল একাডেমি, আনোয়ারা ফুটবল একাডেমি এবং আবদুস সোবহান ফুটবল দল।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপের পর বিয়ে করবেন বাবর আজম
পরবর্তী নিবন্ধআইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার ওকস