১২ দলীয় ঐক্যজোটের মতবিনিময় সভা

| বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৭:০৫ পূর্বাহ্ণ

১২ দলীয় ঐক্যজোটের নির্দলীয় নিরপেক্ষ সরকারের ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে এক মতবিনিময় সভা গত শনিবার চট্টগ্রামের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১২ দলীয় ঐক্যজোটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়াছ।

জাগপার প্রেসিডিয়াম সিনিয়র সদস্য আবু মোজাফ্‌ফর মুহাম্মদ আনাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টির (কাজী জাফর) চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এম এ কাশেম ইসলামাবাদী, ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগর সভাপতি আনোয়ার হোসেন রব্বানী, বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি সাজেদুল ইসলাম ইকবাল, জাগপার চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো. হেলাল, ফরিদ উদ্দিন, মহিউদ্দিন, মুসলিম সিকদার, মহিউদ্দিন বকুল, মাহবুবুল আলম, মো. শামিম আহমেদ, মো. মিরাজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসকল ষড়যন্ত্রের জবাব দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধমুজিব কুইজ চ্যালেঞ্জের পুরস্কার বিতরণী অনুষ্ঠান