পোর্ট সিটি ইউনিভার্সিটিতে ইইই স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার ও পিসিআইউউ রোবোটিক্স ক্লাব এবং বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় ‘গবেষণায় সাফল্যের পথে শিক্ষার্থীদের করণীয় : গবেষণার বিষয় নির্বাচন, পরিচালনা এবং গবেষণা প্রকাশনার জন্য একটি পরিপূর্ণ নির্দেশিকা’ শীর্ষক একটি সেমিনার গত ১২ আগস্ট অনুষ্ঠিত হয়। ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান দীপক কুমার চৌধুরীর সভাপতিত্বে সেমিনারের মূল বক্তা ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী দেলোয়ার হোসেন। তিনি গবেষণা সম্পর্কিত সমস্যাসমূহের সাথে শিক্ষার্থীকে স্নাতক পর্যায় থেকে পরবর্তীতে উচ্চতর শিক্ষায় নিজেকে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া এবং গবেষণার বিষয়ে বিশ্বের সাথে বাংলাদেশের শিক্ষার্থীদের তাল মিলিয়ে চলার তাৎপর্য উল্লেখ করেন।
প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল আনোয়ার। তিনি বলেন শিক্ষাজীবনে গবেষণাকে গুরুত্ব দেওয়ার মাধ্যমেই একজন শিক্ষার্থী নিজেকে পরিপূর্ণ করে গড়ে তুলতে পারে। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।











