অবসর ভেঙে বিশ্বকাপে খেলবেন স্টোকস

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৭:০৯ পূর্বাহ্ণ

বছরখানেক আগে হুট করেই ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত নেন বেন স্টোকস। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলবেন এই অলরাউন্ডার। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস। যদিও বিশ্বকাপে স্টোকস খেলবেন শুধুই ব্যাটার হিসেবে। বছরের শুরুর দিক থেকেই হাঁটুর ইনজুরিতে ভুগছেন তিনি। তা নিয়ে খেলেছেন অ্যাশেজও। বোলিং খুব একটা করেননি। কথা ছিল অ্যাশেজ শেষে বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করাবেন এই অলরাউন্ডার। তবে অবসর ভেঙে ফেরায় সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। স্টোকসকে অবসর ভেঙে ফেরাতে অনুরোধ করেছিলেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক জস বাটলার। গত বিশ্বকাপ জয়ের পেছনে স্টোকসের অবদান ছিল অসামান্য। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচজয়ী অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। শিরোপা ধরে রাখার জন্য ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার বিকল্প হিসেবে এখনো কাউকে ভাবতে পারছে না টিম ম্যানেজমেন্ট।

পূর্ববর্তী নিবন্ধমাহফুজে মুগ্ধ শাবনূর
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের পর বিয়ে করবেন বাবর আজম