আগস্ট এলেই

জসিম উদ্দিন খান | বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

আগস্ট এলেই দুচোখ বেয়ে

অশ্রু নামে বুকে,

গুমরে গুমরে কাঁদে এই মন

জনক হত্যার দুঃখে।

নিমকহারাম ঘাতকের দল

ঝাঁজরা করে বুক,

তাজা রক্তে ভাসিয়েছিল

বাঙালিদের সুখ।

সেই সে ঘাতক যাচ্ছে করে

ষড়যন্ত্রের চাষ

ধ্বংস এবং হনন চিন্তায়

নিত্য তাদের বাস।

আগস্ট হলো প্রতিবাদে

শপথ নেয়ার দিন,

সকল বাধা উপড়ে ফেলে

শুধবো জাতির ঋণ।

পূর্ববর্তী নিবন্ধকংগ্রেস-মুসলিম লীগের চেয়েও আওয়ামী লীগের সাফল্য বেশি
পরবর্তী নিবন্ধঅতল জ্ঞানের খনি