নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় কেডিএস গ্রুপের মালিকানাধীন কেডিএস টেক্সটাইল মিলস নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
]কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বলেন, কেডিএস গ্রুপের একটি কারখানায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ভোর ৬ টা ৩৫ মিনিটে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।












