গ্যাস সিলিন্ডারের গুদামে অগ্নিকাণ্ড, মালিকসহ দগ্ধ ২

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে একটি গ্যাস সিলিন্ডারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ ২জন দগ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকায় মেসার্স এমটি এন্টারপ্রাইজ নামে গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সীতাকুণ্ড থানাপুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, ওই গুদামে দুই শতাধিক সিলিন্ডার ছিল। এগুলো জাহাজভাঙা কারখানা থেকে এনে এখানে রাখা হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ঘটনাস্থলে থাকা গ্যাস সিলিন্ডারগুলোর ওপরের অংশ আগুন জ্বলতে দেখেন এবং গুদামটিতে ওয়্যারিং করা তারগুলো তখনো জ্বলছিল। অগ্নিকাণ্ডে অনেকগুলো সিলিন্ডারে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা গুদামটির মালিক মো. আবু তাহের ও তার এক কর্মচারী অগ্নিদগ্ধ হন। পরে তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তিনি অরো জানান, যে ভবনের নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে ভবনের দোতলায় একটি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা যথাসময়ে আগুন নেভাতে না পারলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল বলে জানিয়েছেন। তিনি ধারণা করছেন, বৈদ্যুতিক স্পার্কিংয়ের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।

ফায়ার সার্ভিসের ধারণা, আবু তাহের জাহাজভাঙা কারখানায় জাহাজ কাটার জন্য সিলিন্ডারভর্তি গ্যাস সরবরাহ করতেন। গ্যাসের সিলিন্ডার খালি হয়ে গেলে সেগুলো এনে গুদামে রাখতেন এবং পরিষ্কারপরিচ্ছন্ন করতেন। জাহাজভাঙা কারখানায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে জমে থাকা অবশিষ্ট গ্যাস বের করে নিয়ে একটি সিলিন্ডার ভরার কাজ করছিলেন আবু তাহের। ঘর বন্ধ থাকায় ভেতরে গ্যাস জমেছিল। এ সময় কোনোভাবে আগুন ধরে যায়।

পূর্ববর্তী নিবন্ধনতুন বগিতে নতুন আঙ্গিকে যাত্রা আজ থেকে
পরবর্তী নিবন্ধছোট ভূমিকম্প হলে কি ঝুঁকি কমে?