ঢাকা–চট্টগ্রাম রুটে বিরতিহীন আন্তঃনগর সোনার বাংলা এবং চট্টগ্রাম–ময়মনসিংহ রুটে বিজয় এক্সপ্রেসের নতুন বগিতে নতুন আঙ্গিকে যাত্রা আজ থেকে শুরু হচ্ছে। দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা আধুনিক উচ্চগতির নতুন বগিতে আজ থেকে চলবে সোনার বাংলা এক্সপ্রেস। এই যাত্রায় সোনার বাংলায় অতিরিক্ত ৪টি বগি যুক্ত হচ্ছে। সোনার বাংলা আগে চলত ১৪টি বগিতে। আজ থেকে চলবে ১৮ বগিতে। বাড়তি বগিতে ৩০৬ জন অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে বলে পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে। এদিকে চট্টগ্রাম–ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেস এতদিন চায়না সাদা বগিতে চলত। সেটিও আজ থেকে সোনার বাংলার অবমুক্ত (ইন্দোনেশিয়ার বগি) লাল–সবুজের আধুনিক বগিতে চলাচল করবে। বিজয় এক্সপ্রেসে আগে বগি ছিল ১৪টি। আজ থেকে চলবে ১৬ বগিতে। বাড়তি ২ বগিতে শতাধিক বাড়তি যাত্রী পরিবহন করা যাবে।
সংশ্লিষ্টরা বলছেন, সোনার বাংলায় দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত মিটারগেজ কোচ যুক্ত হবে। এসব কোচে স্টেইনলেস স্টিল বডি, স্বয়ংক্রিয় স্লাইডিং ডোর, বায়োটয়লেট, স্বয়ংক্রিয় ঘোষণাসহ নানা ধরনের আধুনিক সুযোগ–সুবিধা রয়েছে। নতুন কোচে যাত্রীদের ভ্রমণ আরামদায়ক হবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশলী তাপস কুমার দাস আজাদীকে বলেন, সোনার বাংলা এক্সপ্রেস দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত আধুনিক নতুন কোচে চলাচল করবে ১৬ আগস্ট থেকে। একই সাথে সোনার বাংলার অবমুক্ত ইন্দোনেশিয়ার লাল–সবুজের আধুনিক কোচে চলবে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস।
চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা নতুন ১৮ বগি সোনার বাংলায় যুক্ত করা হয়েছে। পাহাড়তলী লোকোশেডে নতুন বগি সংযুক্ত করে রাখা হয়েছে। প্রতিদিনের মতো বুধবার বিকাল ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে সোনার বাংলা যাত্রা শুরু করবে নতুন বগি নিয়ে। তিনি জানান, মোট ১৮টি বগিতে সোনার বাংলায় এখন থেকে ৮৯০ যাত্রী যাতায়াত করতে পারবে।
ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস সকাল ৯টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাবে। এই ট্রেনটিও পাহাড়তলী লোকোশেডে রাখা হয়েছে।