চান্দগাঁওয়ে পোশাক কারখানার গুদামে আগুন

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৫ আগস্ট, ২০২৩ at ১২:৫৮ অপরাহ্ণ

নগরের চান্দগাঁও এলাকার বাহির সিগন্যাল এলাকায় একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ারা স্টেশনের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হারুন পাশা জানান, সকালে সাড়ে ৬টায় আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে কালুঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের মাধ্যমে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী‌তে সড়ক দুর্ঘটনায় নিহত ২
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পাহাড় ধসে নিহত ১