ইঞ্জিন বিকল, ফিশিং বোটে ভাসতে থাকা ১৪ জেলেকে উদ্ধার

| মঙ্গলবার , ১৫ আগস্ট, ২০২৩ at ৯:২১ পূর্বাহ্ণ

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসতে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, উত্তাল সমুদ্রে টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে বিপজ্জনকভাবে ভাসতে থাকা বোটটি আনুমানিক রাত ১০টায় ১৪ জেলেসহ সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ৮ নটিক্যাল মাইল উত্তরউত্তর পশ্চিমে উদ্ধার করা হয়। অতঃপর জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। উদ্ধার পরবর্তী কার্যক্রমের জন্য কোস্ট গার্ড জাহাজ কর্তৃক জেলেসহ বোটটি কোস্ট গার্ড বার্থ পতেঙ্গায় নিয়ে আসা হয়। খবর বাংলানিউজের।

গত ৭ আগস্ট ‘এফবি ইমন’ নামের একটি ফিশিং বোট বরিশাল থেকে মাছ ধরতে সাগরে যায়। একপর্যায়ে গত ১১ আগস্ট ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে এবং ১৩ আগস্ট বিকেলে বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনে যোগাযোগ করে। পরবর্তীতে কোস্ট গার্ডের নিয়মিত টহল জাহাজ পোর্টে গ্র্যান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. ইমতিয়াজ উদ্দিন সরকারের নেতৃত্বে বিকেল ৬টা থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, ফিশিং বোটটি উদ্ধারের পর মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে মতবিনিময়
পরবর্তী নিবন্ধশোক দিবসে চট্টগ্রাম প্রেস ক্লাবের আলোচনা সভা