রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান

ক্যাম্প পরিদর্শনে মার্কিন দুই কংগ্রেস ম্যান

কক্সবাজার ও রামু প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ আগস্ট, ২০২৩ at ৮:২২ পূর্বাহ্ণ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীকে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা। গতকাল সোমবার সন্ধ্যায় উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন এবং কক্সবাজার ফিরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে আলাপ করেছেন। রোহিঙ্গারা তাদের খাদ্য সহায়তা কমিয়ে দেয়া, লেখাপড়ার ব্যবস্থা, বর্তমানের জীবনযাপন নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন।

এসব বিষয় প্রতিবেদন আকারে যুক্তরাষ্ট্র সরকারকে অবহিত করার কথা বলে তিনি বলেন, এক মিলিয়নের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার উদাহারণ তৈরি করেছেন। এর জন্য আমরা বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

প্রতিনিধি দলের সদস্য রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক বলেছেন, রোহিঙ্গা ব্যবস্থাপনায় জড়িত কর্মকর্তাদের সাথে আলাপে যে তথ্য পেয়েছি, তা লিখিতভাবে উপস্থাপন করা হবে। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয় এ কথা জানিয়ে তিনি বলেন, আমরা এই সংকট মোকাবেলা ও উত্তরণের জন্য বিশ্বের সকল রাষ্ট্রকে এক যোগে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানাই। এ সময় এই ২ কংগ্রেস সদস্য রোহিঙ্গাদের মানবিক সহায়তা বৃদ্ধিতে কাজ করার আশ্বাসও প্রদান করেন। এর আগে সকালে দুই কংগ্রেস সদস্যের নেতৃত্বে ১১ সদস্যর প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন সংস্থা পরিচালিত কার্যক্রম ঘুরে দেখেন। সকালে প্রতিনিধি দলের সদস্যরা কঙবাজারে রোহিঙ্গা শরনার্থীরদের সমন্বয় সংস্থা ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের অফিসে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম সহ ইউএন এর বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে সেখান থেকে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যান। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা ১২ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম, ১১ নম্বর ক্যাম্পে শরণার্থীদের লার্নিং সেন্টার, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ইভাউচার সেন্টার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার শেল্টার সাইড পরিদর্শন করেন। দুপুরে কংগ্রেস প্রতিনিধি দল কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করেন। তবে এ সময় সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

কঙবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসু দ্দৌজা বলেন, রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে বৈঠকে তারা রোহিঙ্গা শিবিরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আমরা আমাদের পক্ষ থেকে রোহিঙ্গাদের নানা সংকটের বিষয়ে তুলে ধরেছি। বিশেষ করে রোহিঙ্গাদের খাবারের বরাদ্দ কমে যাওয়ায় তারা খুব সমস্যায় আছে এ কথা আমরা তাদের জানিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়া একটি শিক্ষা : প্রকল্প পরিচালক
পরবর্তী নিবন্ধএ বছর ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল