উচ্চারকের ‘শ্রাবণে রবীন্দ্রনাথ’

আজাদী ডেস্ক | সোমবার , ১৪ আগস্ট, ২০২৩ at ৭:৫০ পূর্বাহ্ণ

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে ‘শ্রাবণে রবীন্দ্রনাথ’ শিরোনামে কথামালা, আবৃত্তি, গান ও নৃত্যানুষ্ঠান গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। উচ্চারক সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. প্রকাশ দাশগুপ্ত ও লেখক খনরঞ্জন রায়। আলোচকরা বলেন, রবীন্দ্রনাথ বাঙালির উজ্জীবনী শক্তি। তাঁর চিন্তা, সৃজনশীলতা থেকে বাঙালি পায় বিচিত্র প্রেরণা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের সহসভাপতি এ এস এম এরফান। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মোস্তফা কামাল ও তুলতুল চৌধুরী। নৃত্য পরিবেশন করেন প্রাচী চৌধুরী ও মুমতাহেনা তারাননুম সাচী। আবৃত্তি পরিবেশন করেন মশরুর হোসেন, সারাহ সাদিয়া মারিয়া, মমি ভট্টাচার্য্য, দীপা দে, ফাইরুজ নাওয়াল দূর্দানা, মৌসুমী চক্রবর্তী, এ্যানি চৌধুরী, তারানা কবির মিতু, ইকরা বিনতে বিল্লাহ, শওকত শ্রাবণ ও রুবাইয়া বিনতে আকবর। বৃন্দ আবৃত্তি ‘বর্ষার গান’ পরিবেশন করেন উচ্চারকের শিল্পীরা। একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন উচ্চারক শিশু কুঞ্জের রাদিয়া জাহেদ, ফাবিহা তাহের আবৃত্তি, পড়শী বড়ুয়া, প্রিয়ন্তী বড়ুয়া, অর্পিতা চৌধুরী, জ্ঞানময় বর্ধন, ফারাহ তাহের প্রকৃতি, পূর্ণাশ্রী, জারিন সুবাহ, আবদুল্লাহ আল সায়ান, ওয়াকিয়া তাবাসসুম আহমেদ, মোবাশশেরা আহমেদ, জাহানারা সানজিদ ও তাথৈ বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধমেহজাবীনের আক্ষেপ
পরবর্তী নিবন্ধএলপিএলে জয় পেয়েছে সাকিবের দল গল টাইটান্স