সামাজিক সংগঠন ইয়ুথ’স ভয়েস এবং ইয়ুথ ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশনের সম্প্রতি ঝাউতলা রোড সংলগ্ন বিজিএমইএ কলোনীতে অবস্থিত মায়া স্কুলে রোটার্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাম্পেইনে মায়া স্কুলের ছাত্র–ছাত্রীদের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে ৩০টি গাছ রোপণ করা হয়। এতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও নিরাপদ জনজীবনের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন উজাড় এবং জলবায়ু পরিবর্তন রুখতে সক্রিয়ভাবে বনায়ন এবং পুনঃবনায়নের বিকল্প নেই। বৃক্ষরোপণসহ অন্যান্য সকল সামাজিক উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে ইয়ুথ’স ভয়েস ও ইয়ুথ ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশন একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ার অবিরত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।