ভোজ্য তেলের দাম লিটারে ৫ টাকা এবং চিনির দাম কেজিতে ৫ টাকা করে কমিয়েছে ব্যবসায়ীরা। গতকাল রোববার এই পণ্যের পরিশোধনকারী সমিতিগুলো আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর খবর দেয়। খবর বিডিনিউজের।
ভোজ্য তেল পরিশোধনকারী সমিতি জানিয়েছে, ১৪ অগাস্ট (আজ) থেকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৫৪ টাকায় বিক্রি হবে, যা এখন ১৫৯ টাকায় নির্ধারিত আছে। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হবে ১৭৪ টাকায়, যার এখনকার দাম ১৭৯ টাকা। ৫ লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হবে ৮৫০ টাকায়, যা এখন ৮৭৩ টাকা নির্ধারিত আছে। বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (গতকাল) থেকে প্রতি কেজি খোলা চিনি ১৩০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১৩৫ টাকায় বিক্রি হবে। বর্তমানে মূল্য নির্ধারিত আছে প্রতি কেজি প্যাকেট ১৪০ টাকা এবং খোলা ১৩৫ টাকা। তবে বাজারে তেল–চিনি এই নিত্যপণ্য দুটোই নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি হচ্ছে।