চট্টগ্রামের হ্যান্ডবল একাডেমির খেলোয়াড়দের সহায়তার আশ্বাস ফেডারেশন সম্পাদকের

| রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১:২২ অপরাহ্ণ

হ্যান্ডবল একাডেমি চট্টগ্রামের প্রশিক্ষণরত খেলোয়াড়দের সাথে সাক্ষাত করে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। তিনি চট্টগ্রামের এই একাডেমির প্রশংসা করেন। একই সাথে দেশি কিংবা বিদেশী ভালমানের কোচ দিয়ে এই সব তরুণদের অনুশীলনের মাধ্যমে একজন দক্ষ হ্যান্ডবল খেলোয়াড় তৈরিতে সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি হ্যান্ডবল খেলার উন্নয়নে অনুদান, বৃত্তি এবং স্কলি হ্যান্ডবলে চ্যাম্পিয়ন দলকে বিদেশে প্রশিক্ষণ এবং বিদেশে খেলার ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন ফেডারেশন সম্পাদক। হ্যান্ডবল একাডেমি চট্টগ্রামের পক্ষ থেকে সভাপতি মনোরঞ্জন সাহা এবং সাধারন সম্পাদক মোহাম্মদ মারুফ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদককে ক্রেস্ট উপহার দেন। এ সময় আলমগীর আলম রাজু, মুশফিক উল্লাহ শেলু, টিটন বিশ্বাংগ্রী শান্তনু, সানজিদা খানম, আমাতুর খায়েন সেতু, মোহাম্মদ আশরাফুজ্জামান চৌধুরী, মাসুদ করিম বাবু, জনি দাশ, আহসানুল ইসলাম সুজন, জিকু চৌধুরী, রোকসানা বেগম, রাজেশ রায়, মর্জিনা বেগম, সুমন শাহ, সোহেল হোসেন, আপেল মাহমুদ, মাসুম রেজা, রুবেল দাশ, মোহাম্মদ জুয়ের, অনিক দাশ।

পূর্ববর্তী নিবন্ধঅনন্য চলচ্চিত্র ‘মুজিব- একটি জাতির রূপকার’ ইতিহাসের দলিল হয়ে থাকবে
পরবর্তী নিবন্ধদাঁতমারা মোহাম্মদপুর যুব একতা সংঘ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন