মিয়ানমার থেকে ইয়াবা পাচারকালে উখিয়ায় আটক দুই কিশোর

উখিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১:০৪ অপরাহ্ণ

নাফ নদী পেরিয়ে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসা দুই কিশোরকে আটক করেছে বিজিবি। তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জানা যায়, গতকাল শনিবার দুপুর ২টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্তের খায়েরের মৎস্য ঘেরে ইয়াবাসহ দুই কিশোরকে হাতেনাতে আটক করা হয়। আটকরা মৎস্য ঘেরে মাছ ধরার ছলে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসছিল। এ সময় বিজিবি সদস্যরা তাড়া করে তাদেরকে ইয়াবাসহ আটক করে। আটকরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে মো. আরফাত (২০) ও একই এলাকার মো. আব্দু ছালামের ছেলে মো. সিফাত (১৯)

কঙবাজার ৩৪ বিজিবির অধিনায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, মিয়ানমার থেকে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে ইয়াবা ফেলে মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাড়া করে মাদকসহ তাদের আটক করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক মাদক পাচারকারীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুর্গতদের সুপেয় পানি দিতে ভ্রাম্যমাণ প্ল্যান্ট
পরবর্তী নিবন্ধদ্য শ্রীলঙ্কান ক্রাইসিস : লেশনস ফর ডেভেলপিং কান্ট্রিস শীর্ষক ওয়েবনিয়ার