প্রধানমন্ত্রী সাতকানিয়া ও লোহাগাড়ার ক্ষতিগ্রস্তদের পাশে আছেন

ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

| রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১:০১ অপরাহ্ণ

সাতকানিয়া উপজেলা পাবলিক হলে গত শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন, প্রাকৃতিক দুযোর্গে ক্ষতিগ্রস্তদের পাশে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাতকানিয়ালোহাগাড়াসহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য যা যা প্রয়োজন, তার সবকিছু করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। অনুষ্ঠানে তিনি বন্যা আক্রান্তদের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বশর মো. ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) এবিএন তাজুল ইসলাম এমপি, চট্টগ্রাম১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান, অতিরিক্ত সচিব কেএম আব্দুল ওয়াদুদ, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম. এ মোতালেব, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন ও প্রশাসন) কবির আহমদ, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলি নোমান, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমিশনার আরফাত সিদ্দিকী, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরীর সভা
পরবর্তী নিবন্ধমহেশখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার