বেহাত হওয়া সরকারি খাস জায়গা উদ্ধারে ডিসিদের ভূমিকা রাখতে হবে

সীতাকুণ্ডে ডিসি পার্কে তথ্যমন্ত্রী

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১১:০১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ফৌজদারহাটে সড়কের পাশে গড়ে তোলা ডিসি পার্ক পরিদর্শনে এসে মুগ্ধ হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। গতকাল শনিবার বিকালে তিনি পরিদর্শনে এসে পার্কটিতে নিজ হাতে একটি জারুল গাছের চারা রোপণ করেন। পরিদর্শনকালে তিনি দখলদারের কবল থেকে সাগর উপকূলীয় সুবিশাল জায়গা উদ্ধার ও পরে সেখানে সকল শ্রেণীপেশার মানুষের জন্য মনোমুগ্ধকর বিনোদন পার্ক তৈরি করায় জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করেন।

তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেন, চট্টগ্রামের ডিসির মতো দেশের সকল জেলার ডিসিদের বেহাত হওয়া সরকারি খাস জায়গা উদ্ধারে ভূমিকা রাখতে হবে। এ ধরনের অনন্য উদ্যোগ গ্রহণ করলে জনগণের চিত্তবিনোদনের জায়গার অভাব হবে না। তিনি পার্কে আগত মানুষের ছায়া বাড়াতে ডিসি পার্কে বেশি করে বটবৃক্ষের চারা লাগাতে বলেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম ও এনডিসি হোসাইন মোহাম্মদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি আজীবন বিরোধী দলে, খাতায় লিখে রাখার পরামর্শ কাদেরের
পরবর্তী নিবন্ধ৭৮৬