পাহাড়ি ঢলের সাথে শঙ্খনদে ভেসে যাওয়া চন্দনাইশের দুর্গম ধোপাছড়ি ইউনিয়নের চিরিংঘাটা গ্রামের মো. খোকনের (২৮) লাশ ৫দিন পর আনোয়ারা উপজেলার জুইদন্ডি ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ শঙ্খনদের ঘাটে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। গত ৭ আগস্ট পাহাড়ি ঢলের স্রোতে পড়ে শঙ্খনদে নিখোঁজ হয় খোকন।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার আনোয়ারা উপজেলার জুইদন্ডি ইউনিয়নের ১নং ওয়ার্ড শঙ্খনদের ঘাটে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা আনোয়ারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ভাসমান লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর নিখোঁজ খোকনের পরিবারের সদস্যরা আনোয়ারা থানায় গিয়ে লাশ সনাক্ত করেন। নিহত খোকন ধোপাছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড চিরিংঘাটা গ্রামের মৃত সামসু মিয়ার ছেলে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, গত ৭ আগস্ট পাহাড়ি ঢলের স্রোতে পড়ে শঙ্খনদে নিখোঁজ হয়েছিল খোকন নামের ওই যুবক। বন্যা ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার কারণে ভিকটিমের পরিবার পুলিশকে নিখোঁজের বিষয়টি অবহিত করতে পারেনি। গতকাল ১১ আগস্ট আনোয়ারা উপজেলাধীন শঙ্খনদে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।