বন্যাদুর্গতদের মাঝে জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণ

| শনিবার , ১২ আগস্ট, ২০২৩ at ৮:১৩ পূর্বাহ্ণ

মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং: বান্দরবানে বন্যায় আক্রান্ত দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি স্থানীয় দুর্গত মানুষের মাঝে ছুটে যান এবং শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। গতকাল বান্দরবান সদরের ৮নং ওয়ার্ডের সাইক্লোন সেন্টারের আশ্রয়কেন্দ্রে আশ্রিত বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এর ব্যবস্থাপনা করে বান্দরবান ইউনিটের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মন্ত্রী বন্যার্তদের মাঝে সরকারি ও বেসরকারি প্রয়োজনীয় সাহায্য দ্রুত পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো.আব্দুর রহিম চৌধুরী, বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

টেরীবাজার ব্যবসায়ী সমিতি: টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে গত বৃহস্পতিবার সতকানিয়ায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসমাগ্রী বিতরণ করা হয়েছে।

ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আবছার ও সাধারণ সম্পাদক আহমদ হোছাইনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রধান বেলায়েত হোসেন, সহসভাপতি মো. লিয়াকত আলী, ফজল আহমদ, মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, সহসাধারণ সম্পাদক আবুল কালাম কালু, শেখ সোহরাওয়ার্দী বাহাদুর, সাংগঠনিক সম্পাদক আবদুল করিম, অর্থ সম্পাদক নুরুল কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দীন, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ তাজুল ইসলাম, অডিটর সম্পাদক দিদারুল আলম প্রমুখ।

ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন: চন্দনাইশের পূর্ব সাতবাড়িয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার (চাল, ডাল, তেল, আলু) বিতরণ করেছেন ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন শিবলী। ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনর ব্যবস্থাপনায় স্থানীয় খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও তৎসংলগ্ন পূর্ব সাতবাড়িয়া প্রাইমারী স্কুলে পূর্ব সাতবাড়িয়ার বানভাসী মানুষের জন্য আশ্রয়কেন্দ্র করা হয়েছে। সেখানে বিভিন্ন বয়সের প্রায় তিন শতাধিক লোকজনের থাকা খাওয়া নিশ্চিত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মো. সাজ্জাদ হোসেন, কোচেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, সদস্য বিকাশ চন্দ্র দে ও মাঈনুল ইসলাম পুতুল প্রমুখ।

টেরিবাজার ব্যবসায়ী ফোরাম: ভারী বর্ষণে বন্যায় প্লাবিত সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেছেন টেরিবাজার ব্যবসায়ী ফোরাম। এসময় উপস্থিত ছিলেন, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী শাহাজাহান সাজু, নেজাম উদ্দীন, ইদ্রিস কফিল উদ্দিন, খোরশেদ আলী, ইকবালফোরহান, মো. হুমায়ুন প্রমুখ।

ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আসিফ: ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ চন্দনাইশ সাতকানিয়ার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় জনগণের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জনগণের সেবায় বিভিন্ন দুর্যোগে সর্বদা নিয়োজিত আছি। বন্যা পরবর্তী সময় থেকে ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছি। অতি স্বল্প সময়ের মধ্যে এবং বন্যা জনিত বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সকল ইউনিয়ন ও গ্রামে ত্রাণ সরবরাহ করা এখনো সম্ভব হয়নি, আশা করছি কয়েকদিনের মধ্যে সবখানে ত্রাণ সরবরাহ করা সম্ভব হবে। যতদিন প্রয়োজন ত্রাণ সরবরাহ অব্যাহত রাখবো।

এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সেন্টুসহ প্রমুখ।

হাটহাজারীতে ত্রাণসামগ্রী বিতরণ: টানা বর্ষণ ও পাহাড়ি পানির ঢলের কারণে সৃষ্ট বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত। গত বৃহস্পতিবার হাটহাজারী উপজেলা ১১নং ফতেপুর ইউনিয়নের মধুরঘোনা, জলদাস পাড়া ও ভবানীপুর এলাকায় এসব ত্রাণসামগ্রী গুলো বিতরণ করা হয়।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় দেশের এবং মানুষের কল্যাণে কাজ করে থাকে। এসময় স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুসা সিদ্দিকী, মোহাম্মদ মোসলেম উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

গাউসিয়া কমিটি মানবিক টিম : টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা কবলিত সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ আংশিক এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ মানবিক টিম। সংগঠনের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল বিকেলে শুকনো ও রান্না করা খাবার ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে ঘুরে মানুষের কাছে পৌঁছে দেন। এ সময় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ বলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশের নেতাকর্মীরা সব সময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। এতে তারা মরণকেও ভয় করে না। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ও মানবিক টিমের প্রধান সমন্বয়ক এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, যুগ্ম মহাসচিব মাহবুবল হক খান, অর্থ সম্পাদক ও দক্ষিণ জেলার সভাপতি কমরুদ্দিন সবুর, চন্দনাইশ উপজেলার মোহাম্মদ সরোয়ার, হাবিবুল্লা মাস্টার, মইনুদ্দিন শুভ প্রমুখ।

চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান : চন্দনাইশ প্রতিনিধি জানায়, স্মরণকালের ভয়াবহ বন্যায় চন্দনাইশে পানিবন্দি জনগণের মাঝে ত্রাণসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী। উপজেলা পরিষদের পক্ষ থেকে ৪ লক্ষ টাকার শুকনো খাবার বিতরণের পাশাপাশি নিজস্ব অর্থায়নে বন্যা প্লাবিত বিভিন্ন এলাকায় ১ হাজার এর অধিক পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। এসয় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিমরান মোহাম্মদ সায়েক, মহিলা ভাইস চেয়ারম্যান কামেলা খানম রুপা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউপি সদস্য সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

৮নং শুলকবহর ওয়ার্ড : গত কয়েকদিনের অতিবৃষ্টিতে ৮নং শুলকবহর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফী মিজানুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ও পি.এইচ.পি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আখতার পারভেজ হিরুর সার্বিক ব্যবস্থাপনায় খাবার বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোরশেদ আলম। গতকাল শুক্রবার দুপুরে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই খাবার বিতরণে উপস্থিত ছিলেন পিএইচপি স্টক এন্ড সিকিউরিটিজ লিমিটেড ম্যানেজার মোহাম্মদ ইমতিয়াজ, শুলকবহরবাদুরতলা ইউনিট আওয়ামীলীগের সভাপতি আকতার ফারুক, আওয়ামীলীগ নেতা সরওয়ার মোস্তফা সেলিম, মোঃ নেজামউদ্দৌলা, সমাজসেবক জাহেদুল ইসলাম সোহেল, দেলেয়ার হোসেন, মাহমুদ রেজা সুজা, পিএইচপি সিভিল ওয়ার্কস এক্সিকিউটিভ আব্দুস সাত্তার দেওয়ান, আরবান কমিউনিটি ভলান্টিয়ার টিম লিডার তৌসিফ আহমেদ নূর, পারভীন আক্তার মুন্নি, সদস্য মোঃ নয়ন, নিশিতা আক্তার, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ সিজান, মোঃ ফারাবী, মোঃ মেহরাজসহ প্রমুখ।

বন্দর থানা স্বেচ্ছাসেবক লীগ : বন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ও ৩৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়সাল হোসেনের ব্যবস্থাপনায় পানিবন্দি জনসাধারণের মাঝে রান্না করা খাবার ও শুকনা খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ৩৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি মো. মাসুদ পারভেজ সোহেল, এস এম মাসুদ, রাজিব বিশ্বাস, মো. সাগর, মো. রানা, ইমন, মানিক, নিয়াজ, মো. নাঈম উদ্দিন, প্রবাল দাস, রাকিব, আহমেদ নুর, রাজ্জাক, মো. সাইফুল, প্রমুখ। ৩৮নং ওয়ার্ডে ৫০০ জনসাধারণের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

কর্ণফুলী উপজেলা যুবলীগ : পটিয়া প্রতিনিধি জানান, ভারি বর্ষণ ও নদীর পানির কারণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৩শ’ পরিবারে শুকনো খাবার দিল কর্ণফুলী উপজেলা যুবলীগ। বৃহস্পতিবার সকালে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন ইছানগর গ্রামের সাড়ে ৩শ’ পরিবারের মাঝে এ শুকনো খাবার বিতরণ করলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগ।

শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: দিদারুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিরেন আ’লীগ নেতা বাবুল হক, নাজিমউদ্দীন হায়দার, মুহাম্মদ সেলিম হক, শাহেদুর রহমান শাহেদ, ইনঞ্জিনিয়ার সেলিম উদ্দিন, ওয়াজউদ্দিন আজাদ, রাশেদ রানা, মনির আহমদ, মোহাম্মদ হানিফ, সাইফুদ্দিন বিপ্লব, শাহরিয়ার মাসুদ, সাইদুল ইসলাম, আনোয়ার সাদাত মোবারক, মোহাম্মদ শাহাজান, নাছির উদ্দিন নাহিদ, নুর আলী সেকান্দর মির্জা, অজগর পাপন, মোহাম্মদ রায়হান, এস এম জাকারিয়া, সালাউদ্দীন সাদ্দাম, ইমরানুল কবির, মোহাম্মদ রাশেদ, সাইফুদ্দিন সাইফ, মো: রবিন প্রমুখ।

৪নং চান্দগাঁও ওয়ার্ড বিএনপি : ৪নং চান্দগাঁও ওয়ার্ড বিএনপির উদ্যোগে গতকাল ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পানিবন্ধি ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাজিম উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন লিপু। গিয়াসউদ্দিন ভূইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. এসকান্দর, জসিম উদ্দিন, ইলিয়াছ আলী, আবু বক্কর, মোশাররফ হোসাইন, গোলজার হোসেন, মো. মিয়া, মো. ইউনুছ, মো. আলমগীর, মো. সিরাজ, জসিমউদ্দিন, মো. সেলিম, আরিফুল ইসলাম, নুরুল আমিন, সাইদুল ইসলাম, মো. আলম, মোরশেদ কামাল, মো. শহীদুজ্জামান, ইউসুফ আলী লিটন, মো. সালাউদ্দিন, নুরনবী, আবু বক্কর বাবু, ইসকান্দর হোসেন, নাছিরউদ্দিন, আব্দুর রহমান আলফাজ, মো. মাসুম, মো. ইব্রাহিম, জালাল উদ্দিন, জহুরুল ইসলাম জহির, কামাল হোসেন খোকন, আব্দুল করিম বাবলু, মো. রুবেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইসলামের প্রচার প্রসারে আওলাদে রাসূলের (দ.) অবদান রয়েছে
পরবর্তী নিবন্ধমেয়রের সাথে আহলে সুন্নাত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ