মহানগর সেলুন মালিক কল্যাণ সমিতির সভা

| শনিবার , ১২ আগস্ট, ২০২৩ at ৮:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর সেলুন মালিক কল্যাণ সমিতির উদ্যোগে সর্বজনীন পাল্টা মনসা পুঁথিপাঠের আসর ও আলোচনা সভা নগরীর চকবাজারে গত ৮ আগস্ট অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ভূপতি শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু। মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন শঙ্করমঠ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক লায়ন দিলীপ কুমার শীল।

প্রধান বক্তা ছিলেন লেখক স্বপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ছড়াকার ও সাহিত্যিক অরুন শীল, আলোকচিত্র সাংবাদিক রতন চৌধুরী, শিক্ষক প্রদীপ কুমার শীল, সমিতির উপদেষ্টা পুলিন শীল, অনিল শীল। সুভাষ শীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মিলন শীল। আরো বক্তব্য রাখেন রবিউল হোসেন, রতন শীল, পংকজ শীল, গুরুপদ শীল প্রমুখ। শেষে মনসা পুঁথিপাঠে অংশ নেন কবিয়াল নিরঞ্জন ঘোষ ও পবন সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর নূর মোস্তফা টিনু বলেন, ধর্মের মূল লক্ষ্য ইহলোকিক শান্তি আর পারলৌকিক মুক্তি। মানব সেবা বা সৃষ্টির সকল জীবের সেবাকে সব ধর্মই পুণ্য কাজ মনে করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজিম শরীফ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধইসলামের প্রচার প্রসারে আওলাদে রাসূলের (দ.) অবদান রয়েছে