১৭ জনের স্কোয়াডে থাকছেনা আফিফ-রিয়াদের নাম

এশিয়া কাপের দল ঘোষণা আজ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১২ আগস্ট, ২০২৩ at ৭:৫৬ পূর্বাহ্ণ

এশিয়া কাপ একেবারে দোর গোড়ায় চলে এলেও এখনো দল ঘোষনা করা যায়নি। আজ এসিসির বেধে দেওয়া ডেট লাইনের শেষ দিন। তাই আজই ঘোষনা হচ্ছে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল। আর দল ঘোষনা যতই বিলম্বিত হচ্ছিল ততই ঘুরে ফিরে একটা নাম কেবলই আলোচনায় আসছিল। আর সেটি হচ্ছে মাহমুদউল্লাহ। কিন্তু শেষ পর্যন্ত বোধহয় তিনি থাকছেন না এশিয়া কাপের দলে। সে সাথে বিশ্বকাপের দলেও। কারন বিসিবি সভপতি বলেই দিয়েছেন এশিয়া কাপের দলটিই মুলত খেলবে বিশ্বকাপে। এ বছর ইংল্যান্ড সিরিজের পর আর ওয়ানডে খেলেননি মাহমুদউল্লাহ রিয়াদ। তবুও এশিয়া কাপ ও বিশ্বকাপের আলোচনায় বেশ ভালোভাবেই ছিলেন তিনি। এ মাসের শুরু থেকে হওয়া এশিয়া কাপ ও বিশ্বকাপের ক্যাম্পেও দেখা যায় তাকে। তবে তাকে যে স্কোয়াডে রাখা হচ্ছে না, সেটা একরকম জানিয়েই দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল শুক্রবার সাকিব আল হাসানকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা করা হয়। এ সময় তার কাছে এশিয়া কাপের স্কোয়াড নিয়েও জানতে চাওয়া হয়। বিস্তারিতভাবে স্কোয়াডের ব্যাখা দিয়েছেন পাপন। কখনো জানান নিজের ব্যক্তিগত মতামত, কখনো আবার বলেন প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি বলেন, আমার ধারণা এশিয়া কাপের স্কোয়াড একরকম নিশ্চিত হয়ে গেছে। হয়তো তারা অন্তত চারটা পেসার নিয়ে যাবে। তাই আমাদের পাঁচজন পেসার থেকে যেকোনো চারজন যাবে। আবার এমনও হতে পারে পাঁচজন নেবে। নিতে হবে কিন্তু ১৭ জন। বিশ্বকাপে আমার ধারনা পাঁচটা পেসার নিয়ে যাবে। যে ধরনের উইকেটে খেলা হবে দলটাও ঠিক সেরকমই হবে। স্পিনার আমাদের সাকিব আছে। মিরাজ আছে। তারপর একটা অতিরিক্ত স্পিনার নিতে হবে অবশ্যই। তাইজুল আর নাসুম আছে। সংক্ষিপ্ত ফরম্যাটে আমার ধারণা নাসুমের সম্ভাবনাই বেশি। মিরাজ ও সাকিব সহ সাতজন হয়ে গেছে। তাওহীদ হৃদয়শান্তমুশফিক এদেরকে বাদ দিয়েতো আর দল করা যাবে না। স্কোয়াডে খুব বেশি জায়গা দেখেন না পাপন।

পূর্ববর্তী নিবন্ধনারী বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন-সুইডেন
পরবর্তী নিবন্ধসাকিবের সিরিয়াসনেসের প্রশংসায় বিসিবি সভাপতি