সম্পর্কটা থাক অন্তরের অন্তঃস্থল থেকে

সুচিত্রা ভট্টাচার্য | শনিবার , ১২ আগস্ট, ২০২৩ at ৭:০৯ পূর্বাহ্ণ

আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও পরিচিত পরিজন অনেকের সাথে যুক্ত আছি। সামাজিক যোগাযোগ মাধ্যম না ফেসবুকে আমরা বিভিন্ন সাফল্যের খবর, খুশির মুহূর্ত, নানা জায়গায় বেড়ানো, জন্মদিন উদযাপন ইত্যাদি আনন্দময় ঘটনার শেয়ার বা পোস্ট করে থাকি। এসব ছবি বা পোস্ট দেখে আমাদের অনেক পরিচিত মানুষ বা আত্মীয়স্বজনরা ভাবেন এই ব্যক্তি বা এর পরিবারই হয়তো সবচেয়ে সুখে আছে। সবচেয়ে বেশি কষ্টে আছি আমি হয়তো বা।

কিন্তু ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত আমাদের নানা ঘটনা বা অভিব্যক্তি আমাদের ব্যক্তি জীবনের সাময়িক প্রতিচ্ছবি মাত্র। প্রোফাইল পিকচারের এক মিনিটের সুন্দর ছবিতে কারো জীবনটা আটকে নেই। এর বাইরে ও আমরা সবাই ব্যক্তিগত পারিবারিক বা সামাজিক জীবনে অনেক সমস্যা, অসুস্থতা বা টানাপোড়নের মধ্যে থাকি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব পোস্ট দেখেই যেন আমরা আমাদের আত্মীয় বন্ধুবান্ধব বা স্বজনদের খবর না রাখি। বরং আসুন না, একটু সময় বের করে মুঠোফোনে বা সুযোগ পেলে সেই পুরনো দিনের মতো আত্মীয়স্বজনকে বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটির খোঁজখবর নিই। আর্থিকভাবে যদি কোনো সহায়তা নাও বা করতে পারি, আমার বা আমাদের সামান্য সময় ব্যয়ে সে আত্মীয়পরিজন বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি হয়তো একটু মানসিক প্রশান্তি পাবে। লোক দেখানো সাময়িক কিছু পোস্ট বা লাইক কমেন্ট দিয়ে যেন কাউকে বিচার না করি। সম্পর্কটা থাক অন্তরের অন্তস্থল থেকে।

পূর্ববর্তী নিবন্ধজনক তোমার তর্জনীটা উঠাও আরেকবার
পরবর্তী নিবন্ধবন্ধু হচ্ছে মোবাইলের পাসওয়ার্ডের মতো