বন্ধু হচ্ছে মোবাইলের পাসওয়ার্ডের মতো

মো. রাকিব | শনিবার , ১২ আগস্ট, ২০২৩ at ৭:০৯ পূর্বাহ্ণ

আমার কাছে বন্ধু হচ্ছে মোবাইলের পাসওয়ার্ডের মতো। যার কাছে আমার সিক্রেট বিষয় গুলো গচ্ছিত থাকবে কিন্তু নিরাপত্তা নিয়ে ভীতি থাকবে না। বন্ধু হতে হবে বিশ্বাস আর ভরসা দিয়ে তৈরি খেয়ার মতো। যা বিভিন্ন ঘাত প্রতিঘাত হজম করেও ভাসমান থাকবে। আমি আমার বন্ধুর থেকে সুক্ষ ভালোবাসা আশাকরি। েেযমন অবুজ ছেলের মতো দুই টাকার চকলেট কিনে সেটা সমানভাবে ভাগ করে দিবে। অর্থাৎ আমাদের মধ্যে একটা সহজসরল বোঝাপড়া থাকবে। বিপদে বা মন খারাপে যাকে আমার আস্থার জায়গা মনে হবে। আমার কোনো সমস্যায় যে সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবে। তাই বন্ধু নির্বাচনে আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। যার উপর আমাদের বিশ্বাস ভরসা তৈরি হবে তাকেই আমরা বন্ধু হিসেবে গ্রহণ করবো। অবিশ্বস্ত কাউকে বন্ধু বানিয়ে সমস্যায় না ভুগে বন্ধু ছাড়া থাকাই ভালো।

পূর্ববর্তী নিবন্ধসম্পর্কটা থাক অন্তরের অন্তঃস্থল থেকে
পরবর্তী নিবন্ধহল্যান্ড থেকে