সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেন, “বন্যাদুর্গত এলাকায় যা যা করা দরকার, তার সবই আমরা করছি। ত্রাণ ও উদ্ধার তৎপরতাসহ সব কাজ করা হচ্ছে। সম্মিলিতভাবে প্রচেষ্টা করে সব দুর্যোগ মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বন্যা, নদী ভাঙন এসব প্রাকৃতিক দুর্যোগ আসবে, যাবে। তার মধ্যে আমাদের টিকে থাকতে হবে।”
তিনি আজ শুক্রবার (১১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে সাতকানিয়া পৌরসভা এলাকায় বন্যাকবলিত মানুষকে খাদ্য সহায়তা প্রদান করার সময় এ কথা বলেন।
তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপে বন্যার সময় এই সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ সময়মতো সহযোগিতা পেয়েছে। সরকারিভাবে ধারাবাহিক বরাদ্দ প্রদান করা হচ্ছে। এই বরাদ্দ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযর্ন্ত চলমান থাকবে। সরকারি বরাদ্দের পাশাপাশি আমি এই দুই উপজেলায় যথেষ্ট পরিমাণে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি।”
এই সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সেলিম উদ্দিন, আমিলাইষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ, নাসিমুল করিম শিকদার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুর গফুর লালু, পৌরসভার কাউন্সিলর একেএম মোর্শেদ, মোহাম্মদ নুরুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রাকিব, সাবেক কাউন্সিলর মোজাম্মেল হক, মোহাম্মদ দিনার, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন প্রমুখ।
একই দিন এম এ মোতালেব সিআইপি’র পক্ষ হতে উপজেলার ধর্মপুর, ঢেমশা, ছদাহা ও মাদার্শা ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন বনফুল এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম সিআইপি।
এই সময় উপস্থিত ছিলেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন টিপু, ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো: রিদোয়ান, আসাদুজ্জামান জনি, ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোরশেদ আলম দুলু, এস এম নুর রুবেল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নিঝর বড়ুয়া জয় প্রমুখ।
উল্লেখ্য, এম এ মোতালেব সিআইপি গত তিন দিন যাবত উপজেলার ইউনিয়ন সমূহে প্রায় চার হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন এবং মোট বারো হাজার পরিবারকে এই সহায়তা প্রদান করা হবে বলে জানান।