আনোয়ারায় টানা বৃষ্টি ও নদীর পানিতে তলিয়ে যাওয়া প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশে ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েমের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধিরা টানা বৃষ্টি ও বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হাইলধর ইউনিয়নের চানখালী খালে নির্মিত অসম্পূর্ণ স্লুইসগেট বেঁড়িবাধেন ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, আবদুল মালেক, হাইলধর ইউনিযন পরিষদ চেয়ারম্যান কলিম উদ্দিন, রায়পুর ইউপি চেয়ারম্যান আমিন শরীফ, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ছৈয়দ নোমান, হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।