কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে গতকাল দুর্গম গবাগোনা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী দরিদ্র ও অসহায় পাহাড়ীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ সোহেল পিএসসি প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে দুর্গম এলাকায় গিয়ে স্থানীয় উপজাতিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, আলু, লবন, স্যালাইন, খাবার পানি ইত্যাদি। এসময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ–অধিনায়ক মেজর মোঃ তাওহীদ আমিন পিএসসি এবং ক্যাপ্টেন মোঃ এনামুল হক সাকিব। প্রসঙ্গত কাপ্তাই উপজেলায় গত ৬ দিনের টানা ভারি বৃষ্টিতে সাধারণ খেটে খওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েন। তাদের সহযোগিতা করার উদ্দেশ্যে সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে দেড় শতাদিক দরিদ্র পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়। কাপ্তাই লেকে নৌকায় জাল দিয়ে যারা মাছ শিকার করছিলেন এবং লেক তীরবর্তী বিভিন্ন ঘরবাড়িতে বসবাসরত দরিদ্রদের মাঝেও লেঃ কর্ণেল মোহম্মদ সোহেল ত্রাণ সামগ্রী বিতরণ করেন।