প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি খাদে, আহত ৪

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৯:২৯ পূর্বাহ্ণ

রাউজানে প্রাইভেটকারের ধাক্কায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা সড়ক পাশের খাদে ছিটকে পড়ে গেছে। এতে সিএনজি চালকসহ চার জন অহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম কাপ্তাই সড়কের দক্ষিণ রাউজান গঙ্গামন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে। গুরুতর দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হয়েছে বলে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ টুটুন মজুমদার জানিয়েছেন। তিনি বলেছেন, দুটি গাড়ি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এই দুর্ঘটনায় আহত রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী গ্রামের সুরণজিত ও নোয়াখালীর সিএনজি চালক ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কারের চালক পলাতক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএবার যুক্তরাষ্ট্র লিগে অভিষেকের অপেক্ষায় মেসি
পরবর্তী নিবন্ধফেসবুক স্ট্যাটাস দেওয়া রুমানাকে সতর্ক করেছে বিসিবি