এমপি নদভী : বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া–লোহাগাড়ার ভানবাসী মানুষদের মাঝে ত্রাণের বহর নিয়ে হাজির হয়েছেন স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। তিনি গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীর স্পিডবোটে করে সেনাসদস্যদের সাথে নিয়ে সাতকানিয়া উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত খরস্রোতা সাঙ্গু নদীর কূলঘেঁষা চরতি ইউনিয়নের দ্বীপ চরতিসহ, চরতি ইউনিয়নের ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন। পাশাপাশি তিনি তুলাতুলি বনিক পাড়া, ৩নং ওয়ার্ড মাস্টার হাট, ২নং ওয়ার্ড নতুন পাড়া, ৪নং ওয়ার্ড সেনাচরে ব্যাপকভাবে ত্রাণ বিতরণ করেন। সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়ন থেকে শুরু হওয়া দিনব্যাপী এই বিতরণ কার্যক্রম চলে বিভিন্ন ইউনিয়নের গ্রাম–মহল্লায়। ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সহধর্মিণী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য রিজিয়া রেজা চৌধুরীও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। ত্রাণ বিতরণকালে ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সাথে ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন কুমার বিশ্বাস, উপজেলা সহকারী ভূমি কমিশনার আরফাত সিদ্দিকী, সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত, নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদে সদস্য এরফানুল করিম চৌধুরী, চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী, আবু নঈম মুহাম্মদ সেলিম, প্রকৌশলী পারভেজ সরওয়ার প্রমুখ।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় চন্দনাইশ–সাতকানিয়ার মানুষ আজ মহাবিপর্যস্ত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা সাধ্যমতো শুকনো খাবার, রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি বন্যাদুর্গতদের মাঝে। বন্যার পর থেকেই তিনি চন্দনাইশের ২টি পৌরসভার মেয়র ও ৮টি ইউনিয়ন এবং সাতকানিয়া উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিনের সমন্বয়ে বন্যাদুর্গত মানুষদের খোঁজ–খবর ও শুকনো খাবার, রান্না করা খাবার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। বিগত ৩ দিন ধরে তিনি বন্যা কবলিত বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিমরান মোহাম্মদ সায়েক, স্ব–স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ দলীয় নেতাকর্মী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সাতকানিয়া আমিনুল ইসলাম : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ আপনাদের পাশে আছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত থাকবে। সাহসের সাথে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে। গতকাল বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত সাতকানিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্মরণকালের ভয়াবহ বর্ষণ ও পানির ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এই কথা বলেন। এই সময় তার সাথে ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহজাজান, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম আসাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এসএম আজিজ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জায়েদ বিন কাশেম, যুবলীগ নেতা মোরশেদ, শগিউল আলম সোহেল, মুনতাসীর, জেলা ছাত্রলীগের সহ সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
সাতকানিয়া এম এ মোতালেব : কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত বলেন, প্রাকৃতিক দুর্যোগে মনোবল না হারিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সরকারের পক্ষ হতে এবং আমাদের ব্যক্তিগত পক্ষ হতে যা যা করনীয় আমরা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সকল প্রকার সমস্যা সমাধানে আমরা আপনাদের পাশে থাকবো। তিনি গতকাল সাতকানিয়া সদর ইউনিয়নের হোসেননগর এলাকায় বন্যাকবলিত এলাকাবাসীকে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব কর্তৃক প্রদত্ত খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কথা বলেন। সাজেদা সুরাত তাহার ব্যক্তিগত পক্ষ হতে সাতকানিয়া সদর ইউনিয়ন এবং কেঁওচিয়া ইউনিয়নসহ সাতকানিয়া লোহাগাড়ার বেশ কয়েকটি ইউনিয়নে রান্না করা খাবার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসিমুল করিম শিকদার, কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদ জাহাঙ্গীর, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ–সম্পাদক মো: রিয়াদ. জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইয়াসিন চৌধুরী জনি, সাতকানিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ প্রমুখ।
৮নং শুলকবহর ওয়ার্ড : অতিবৃষ্টিতে ৮নং শুলকবহর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কাউন্সিলর মোঃ মোরশেদ আলম। ওয়ার্ড কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণকালে এ সময় আরো উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড সচিব মোঃ মোজাম্মেল হক ও আরবান কমিউনিটি ভলান্টিয়ার সদস্য তৌসিফ আহমেদ নূর, মোঃ নয়ন প্রমুখ।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পানিবন্দি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শুস্ক খাবার বিতরণ করলেন পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল। বুধবার সকালে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে তিনি ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর শফিউল আলম, কাউন্সিলর মো: জসিম উদ্দিন, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, মহিলা কাউন্সিলর ইয়াসমিন আক্তার চৌধুরী, পৌরসভার নিবার্হী সচিব নেজামুল হক, উপ–সহকারী প্রকৌশলী শাহজাহান খান, আ’লীগ নেতা শহীদুজ্জানসহ প্রমুখ।
চকবাজার ওয়ার্ড : চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষ হতে ১৬নং চকবাজার ওয়ার্ডে পানিবন্দি মানুষের জন্য ত্রাণ বিতরণ করেছেন কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু। গতকাল বৃহস্পতিবার ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু। ওয়ার্ড সচিব মো. তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদুল হক মিন্টু, মো. ইমরুল হাসান, মো. নুরুন্নবী, বিপ্লব দে, নাহিদুল ইসলাম জাবেদ, অভিক দাশগুপ্ত, সাইফুল ইসলাম রুবেল, অনিন্দ্য বৈদ্য সানি, সাদ্দাম হোসেন ইভান, সুভাষ মল্লিক সবুজ, মোহাম্মদ মিজানুর রহমান, নিজাম উদ্দিন আহাদ, মিঠুন চক্রবর্তী, ছোটন মিত্র, হারুনুর রশিদ রুবেল, কায়সার হামিদ, মোহাম্মদ নাছির, সাকিবুর রহমান, সচিন দাশ, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ শেখ আমির, জসিম উদ্দিন সুমন, সৌরভ উদ্দিন বাপ্পা, মোহাম্মদ সাকিব প্রমুখ।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে কর্ণফুলী নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে অনেক পরিবারের ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। ফলে অসহায় হয়ে পড়েন নদী পাড়ের দরিদ্র পরিবারগুলো। তবে এবার অসহায় এই পরিবারগুলোর পাশে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন রাঙ্গুনিয়ার সাংসদ তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বেতাগী ইউনিয়নের কর্ণফুলী নদীপাড়ে এসব আর্থিক অনুদান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তথ্যমন্ত্রীর ছোট ভাই এবং এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা এমরুল করিম রাশেদ, জসিম উদ্দিন তালুকদার, বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল আবছার তালুকদার, সাধারণ সম্পাদক এম এ হান্নান চৌধুরী, উপদেষ্টা শাহাবুল্লাহ চৌধুরী, ইউপি সদস্য মো. সাঈদ, রফিক উদ্দিন তালুকদার, রেজাউল করিম, সুফিয়া বেগম, রুজি বেগম, সাবেক ছাত্রলীগ নেতা ইউসুফ রাজু, রাশেদ কালাম চৌধুরী, ইকবাল হোসেন সবুজ, মো. মঞ্জু প্রমুখ।
সূর্য সাথী : টানা এক সপ্তাহের প্রবল বর্ষণে নগরীর বাদুরতলায় পানিবন্দি নিম্নবিত্ত সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে কোমর সম পানির মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে ঐতিহ্যবাহী যুব ও সামাজিক সংগঠন সূর্যসাথী ক্লাব। সংগঠনের অন্যতম উপদেষ্টা এবং দক্ষিণ বাদরতলা, কাপাসগোলা (আংশিক) মহল্লা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জাসেদের সার্বিক সহযোগিতায় আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আজহারুল ইসলাম রুবেল, তৈয়বুর রহমান আজাদ, ইদ্রিস কোম্পানি, মো. মোরশেদুল আলম, সভাপতি মুহাম্মদ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আমির মাহমুদ খসরু রাজু, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হোসেন, অর্থ সম্পাদক কামরুল হাসান, যুব কল্যাণ বিষয়ক সম্পাদক জাহেদুল আলম নুরু, তথ্য ও প্রচার সম্পাদক আশিকুল ইসলাম আশিক, মতিউর রহমান মুন্না, পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল আলম নুরু, কার্যকরি সদস্য মো. আরিফ, মো. রমজান আলী, মো. রুবেল, মো. ফাহিম, বেলাল হোসেন, রায়হান, আমির আলি, মো. আশরাফুল ইসলাম মিঠু, শান্ত গুহ, মো. হাসান, মাছুম প্রমুখ।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : টানা বর্ষণে বিপর্যস্ত নগরীর প্রায় ২৫ হাজার অসহায় মানুষকে শুকনো খাবার, পানি ও রান্না করা খাবার বিতরণ করেছেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ নেতৃত্বে চারদিনে নগরীর বাকলিয়া, চাদগাঁও, পাঁচলাইশ, চকবাজার, সদরঘাট, ডবলমুরিং, হালিশহর, পাহাড়তলী, বন্দর ও পতেঙ্গার পানিবন্দি অসহায় সাধাররণ মানুষের মাছে এ খাবার বিতরণ করা হয়। এসব খাবার বিতরণে সহায়তা করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এডভোকেট তসলিম উদ্দিন, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক মোসাদ্দেক নুর চৌধুরী তপুসহ সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
শাহনেওয়াজ–দিদার হাসিনা ফাউন্ডেশন : নগরীর পানিবন্দি মানুষের মাঝে শাহনেওয়াজ–দিদার হাসিনা ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর দেওয়ান বাজারস্থ দিদার মার্কেট প্রাঙ্গণে আয়োজিত ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসিনা আকতার নীলু। প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। উপস্থিত ছিলেন আশীষ ধর, এম তাওসিফ, ঝর্না নন্দী, অপু ধর, অমিত ধর, মোহম্মদ সেলিম প্রমুখ। এতে ২০০ জন অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি বলেন, বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলা থেকে শুরু করে এখনো পর্যন্ত মানবিক কর্মকান্ডে শাহনেওয়াজ–দিদার হাসিনা ফাউন্ডেশনের ভূমিকা অপরিসীম।
চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবকলীগ : চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে নগর স্বেচ্ছাসেবকলীগের সংগঠক মো. মঈন উদ্দীন ফরহাদের ব্যবস্থাপনায় ৭ আগস্ট পানিবন্দি জনসাধারণের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, সাইফুল মালেক মন্টু, মাহফুজুল আলম জুয়েল, যোনাঈদ সুমন, আবুল কাশেম, মো. ইলিয়াছ, ইকবাল হোসেন, জাহেদ হোসেন উজ্জ্বল, হারুনুর রশীদ বাপ্পী, মোরশেদ আলম, জাবেদ, হায়দার, রাফি, সাইমন পারভেজ, দিলশাদ, রনি বড়ুয়া প্রমুখ। বহদ্দারহাট, সিএন্ডবি মোড়, উত্তর চান্দগাঁও, কোদালকাটা এলাকায় ১৫০০ জনসাধারণের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।