দুই সন্তানের পর চলে গেলেন বাবাও

চকরিয়ায় সেফটি ট্যাংকে বিষক্রিয়া

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৯:৩৭ পূর্বাহ্ণ

চকরিয়ায় বানের পানিতে ভাসতে পুরো এলাকা। এই সময়ে বাড়ির সেফটি (ময়লা) ট্যাংক পরিষ্কার করার সময় বিষক্রিয়ায় দম বন্ধ হওয়ার উপক্রম হয় বৃদ্ধ বাবা ও তার দুই সন্তানের। এ সময় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই সন্তানকে মৃত ঘোষণা করেন।

একইসাথে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তাদের বাবাকে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনিও গতকাল বৃহস্পতিবার ভোররাতেই মারা যান। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দক্ষিণ বহদ্দারকাটা গ্রামের আনোয়ার হোসেনের বসতবাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় বিষক্রিয়া শুরু হয় তিনজনের মধ্যে।

একই পরিবারের মারা যাওয়া তিনজন হলেনদক্ষিণ বহদ্দারকাটা গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে আনোয়ার হোসেন (৭০) ও তার দুই ছেলে মো. শাহাদাত হোসেন (৫০) ও শহিদুল ইসলাম (২২)

চকরিয়া থানার অপারেশন অফিসার রাজীব চন্দ্র সরকার দৈনিক আজাদীকে জানাননিজেদের বাড়ির সেফটি ট্যাংকটি পরিষ্কার করার জন্য তিনজনই ভেতরে ঢুকে পড়েন। এ সময় মারাত্মক বিষক্রিয়ায় তাদের দম বন্ধ হলে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এর পর একে একে তিনজনই মারা যান।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক লোকমান হাকিমের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধআদর্শ রাজনীতির জন্য আবু ছালেহ স্মরণীয় হয়ে থাকবেন