রাউজানের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক লোকমান হাকিমের ইন্তেকাল

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৯:৩৬ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ৭৩ পরবর্তী সময়ের রাউজান থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক লোকমান হাকিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মরহুমের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লার বাসায় তিনি শেষ নিঃশেষ ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অনেক গুণগ্রহী রেখে গেছে। গতকাল বাদে মাগরিব মরহুমের রাউজানের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, লোকমান হাকিম রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ড হাজীপাড়ার মরহুম বদিউর রহমান সওদাগড়ের বড় ছেলে। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

পূর্ববর্তী নিবন্ধআমিনুল হক
পরবর্তী নিবন্ধদুই সন্তানের পর চলে গেলেন বাবাও