আমিনুল হক

| শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৯:৩৬ পূর্বাহ্ণ

পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া পৌরসদরে শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল হক তালুকদার গতকাল বৃহস্পতিবার সকাল ৭.৪৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বৃহস্পতিবার বাদে আসর পৌরসভা ৯নং ওয়ার্ড মধ্যম গোবিন্দারখীল বিওসি রোডস্থ বায়তুল ইকরাম জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থনে দাফন করা হয়েছে। তার নামাজে জানাজায় ইমামতি করেন আমির ভান্ডার দরবারের পীরে তরিক্বত শাহসূফি সৈয়দ ফরিদুল আবছার শাহ (.জি..)। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আ’লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, সাবেক মেয়র নুরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় পানবন্দি মানুষের মাঝে নৌবাহিনীর খাদ্য সামগ্রী প্রদান
পরবর্তী নিবন্ধরাউজানের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক লোকমান হাকিমের ইন্তেকাল