চীনে প্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগে নিষেধাজ্ঞা দিলেন বাইডেন

| শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৯:৩২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এক নির্বাহী আদেশে সই করেছেন, যাতে চীনে কম্পিউটার চিপের মতো সংবেদনশীল প্রযুক্তি খাতে মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে হলে সরকারকে আগে জানাতে বলা হয়েছে এই আদেশে। বহুল প্রতীক্ষিত এই নির্বাহী আদেশের বলে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী প্রযুক্তিবিষয়ক তিনটি খাতে চীনে মার্কিন বিনিয়োগ নিষিদ্ধ ও সীমিত করতে পারবেন। খাতগুলো হলো সেমিকন্ডাক্টর, মাইক্রোইলেকট্রনিকস, কোয়ান্টাম ইনফরমেশন টেকনোলজিস ও কৃত্রিম বুদ্ধিমত্তা। খবর বাংলানিউজের।

বাইডেন প্রশাসন বলছে, এই নিষেধাজ্ঞা মূলত তিনটি ক্ষেত্রের উপখাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধসাবরিনা অসুস্থ থাকায় পেছালো চার্জ শুনানি
পরবর্তী নিবন্ধচতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ