অধিনায়কত্বের চাইতে ব্যাটিংটাই গুরুত্বপূর্ণ লিটনের কাছে

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৯:২৯ পূর্বাহ্ণ

কানাডার গ্লোবাল টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ভক্তদের মন ভরাতে পারেননি লিটন দাশ। টুর্নামেন্টের এক ম্যাচেই কেবল ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পেরেছিলেন। অন্য ম্যাচগুলোতে নিজের নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেননি লিটন। অথচ তরুণ তাওহিদ হৃদয় প্রথমবারের মত দেশের বাইরে কোন টুর্নামেন্ট খেলতে গিয়ে যেভাবে নিজেকে মেলে ধরতে পেরেছে সে তুলনায় ব্যর্থই বলতে হবে লিটনকে। কানাডার গ্লোবাল টিটোয়েন্টি লিগে ৭ ম্যাচে লিটনের স্কোর (, ২১, ২৫, ৫৯, ১০, ১৬, ১২) । মোট ১৪২ রান। গ্লোবাল টিটোয়েন্টি লিগে নিজেকে মেলে ধরতে না পারলেও অধিনায়কের সম্ভাব্য তালিকায় সাকিবের পাশাপাশি আছে লিটন দাসের নামও। তবে কথাবার্তা শুনে মনে হচ্ছে অধিনায়কত্ব নিয়ে তার কোন মাথাব্যথা নেই।

তিনি বলেন অধিনায়ক নির্বাচনের ব্যাপারটা পুরোপুরি বিসিবির উপর। কাকে অধিনায়ক করা হবে সেটা বোর্ডই ভালো জানে। ওয়ানডে ক্যাপ্টেন্সি নিয়ে বাড়তি চিন্তা না করে এশিয়া কাপে নিজের ব্যাটিং নিয়েই বেশি মনোযোগি বাংলাদেশ দলের এই ওপেনার। এবং সামনের দিনগুলোয় ব্যাট হাতে নিজের সেরাটা উপহার দিতে চান তিনি। কানাডা থেকে গত মঙ্গলবার রাতে রাজধানীতে ফিরে আসা লিটন গতকাল বৃহস্পতিবার দুপুরে হোটেল সোনারগাঁয় এক অনুষ্ঠানে ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। তখন লিটন বলেন দখুন, এ ব্যাপারটি সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। আপনারা হয়তো একদু’দিনের ভেতরে নিউজটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে আপনার বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনো ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডের অ্যামপ্লয়ির মতো পারিশ্রমিক পাই। আয়উপার্জন করি।

লিটনের ধারনা আগামী দু’এক দিনের মধ্যেই অধিনায়ক চূড়ান্ত হয়ে যাবে। তবে তিনি ব্যাটিংয়ে নিজের সেরাটা দেয়ার কথা ভাবতে চান। আমার মনে হয় দুয়েক দিনের ভেতর অধিনায়কের নাম পেয়ে যাবেন। এখন দল তার কাছে অনেক কিছু চায়। সে উপলব্ধি থেকেই মুখে এমন কথা লিটনের। যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দেই। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করবো। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করবো। আমার কাছে এই মুহুর্তে আমার ব্যাটিংটা নিয়ে ভাবনা বেশি। ব্যাটিংটা কিভাবে আরো উন্নত করা যায় সে চিন্তা করতে হচ্ছে আমাকে। কারন সামনে দুটি বড় টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট দুটোতে আমাকে অবশ্যই ভাল করতে হবে। আর সে জণ্য আমি, নিজের ব্যাটিং এর প্রতি বেশি মনযোগ দেওয়ার চেষ্টা করছি। অধিনায়কত্ব যদি আসে সেটা দায়িত্ব হিসেবে পালন করব। আর যদি না আসে তাতে আমার ব্যাটিংটা উন্নত করার সুযোগটা বেশি পাব। কাজেই এই মুহূর্তে অধিনায়কত্ব নিয়ে আমার কোন ভাবনা নেই।

পূর্ববর্তী নিবন্ধ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট
পরবর্তী নিবন্ধনির্বাচকদের সঙ্গে বৈঠক করেছেন কোচ হাথুরুসিংহে