বিশ্বকাপের ভেন্যু ইডেন গার্ডেন্সে আগুন

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৯:২৬ পূর্বাহ্ণ

ওয়ানডে বিশ্বকাপে পাঁচটি ম্যাচ হবে কলকাতার ঐতিহাসিক ভেন্যু ইডেন গার্ডেন্সে। যেখানে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের ম্যাচ রয়েছে দুটি। বিশ্বকাপ শুরু হতে যেখানে দুই মাসও বাকি নেই, ঠিক তখনই আগুন লাগল স্টেডিয়ামের অ্যাওয়ে দলের ড্রেসিং রুমে। যদিও গত বুধবার গভীর রাতে লাগা সেই আগুন ছোট মাপের ছিল বলে জানায় বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি)। ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ইডেনের ড্রেসিংরুম মেরামতের কাজ চলছিল। বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ ধোঁয়ায় ভরে যায় ড্রেসিংরুম। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ধারনা করা হচ্ছে শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার পেছনে কী কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনে ড্রেসিংরুমে খেলোয়াড়দের ব্যবহার করার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলস সিলিং থাকায় আগুন ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস দ্রুত আসায় আগুন বেশি ছড়াতে পারেনি। বিশ্বকাপ সামনে রেখেই ইডেনের ড্রেসিংরুমে সংস্কারের কাজ চলছে। ইতিমধ্যে ইডেন পরিদর্শন করে গিয়েছে আইসিসি এবং বিসিসিআই প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দল ইডেনের সংস্কারের কাজের অগ্রগতিতে খুশিও ছিল। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ইডেন গার্ডেন সম্পূর্ণ ভাবে সাজিয়ে ফেলার কথা। আবার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরিদর্শনে আসবে আইসিসি এবং বিসিসিআই প্রতিনিধি দল। তার পরেই ইডেনকে যোগ্য বলে ঘোষণা করার কথা ছিল।

পূর্ববর্তী নিবন্ধএই ভালোবাসার মূল্য কী দিয়ে দেব, বললেন শাকিব খান
পরবর্তী নিবন্ধ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট