শিল্পকলায় চলছে প্রথমার বইমেলা

| শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৯:১৪ পূর্বাহ্ণ

প্রথমা প্রকাশনের উদ্যোগে নগরের জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে চলছে চট্টগ্রাম বইমেলা। গতকাল বৃহস্পতিবার উদ্বোধনের তৃতীয় দিনেও পাঠক ও লেখকের পদচারণে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। দূরদূরান্ত থেকে এসে পাঠকেরা মেলায় ভিড় করেন। কিনে নেন পছন্দের বই। গত মঙ্গলবার মেলা শুরু হয়। প্রতিবারের মতো এবারও পাঠকদের জন্য আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা রেখেছে প্রথমা প্রকাশন। প্রথমার বইয়ে ৩০ থেকে ৬০ শতাংশ ছাড় রয়েছে। এ ছাড়া অন্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। মেলা ঘুরে দেখা গেছে, নতুনপুরোনো মিলিয়ে হাজারো বই জায়গা পেয়েছে একসঙ্গে। আছে তাজউদ্দীন আহমদের ‘সমাজ ও রাষ্ট্রভাবনা’, ফরহাদ খানের ‘শব্দের গল্প’, মাহবুব তালুকদারের ‘নির্বাচননামা (নির্বাচন কমিশনে আমার দিনগুলো)’, মুর্তজা বশীরের ‘বাবার কাছে ফেরা’, গৌতম রায়ের ‘পূর্ববঙ্গের কমিউনিস্ট পার্টিগোড়ার কথা’। আরও আছে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের লেখা ‘ভালোবাসায় বাড়ানো হাত’, আনিসুল হকের ‘পারিজাতের জন্য ভালোবাসা’, বিশ্বজিৎ চৌধুরীর ‘আশালতা’। আয়োজকেরা জানান, মেলা চলছে প্রতিদিন বেলা দুইটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত। তবে শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলা শেষ হবে ১৩ আগস্ট। প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাকির হোসাইন বলেন, প্রথম দিন থেকেই পাঠকের সাড়া মিলেছে। মেলায় গতকাল সন্ধ্যায় পাঠকের মুখোমুখি হয়েছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। মেলায় পাঠকের সঙ্গে সময় কাটান সাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরীও। তিনিও তরুণ পাঠকদের নানা পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টি, দুর্ভোগের মধ্যে নৌকাবাইচ প্রতিযোগিতা!
পরবর্তী নিবন্ধস্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করণে ইউপি সদস্যদের গুরুত্ব অপরিসীম