বৃষ্টি, দুর্ভোগের মধ্যে নৌকাবাইচ প্রতিযোগিতা!

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৯:১৪ পূর্বাহ্ণ

সামপ্রতিক সময়ের টানা বর্ষণে জনজীবন এখনও বিপর্যস্ত। বন্যার কারণে জনজীবনে চলছে চরম দুর্ভোগ। সৃষ্ট বন্যায় এখনও গ্রামীণ রাস্তাঘাট পানির নীচে। কয়েক হাজার বসতঘর এখনও বসবাসের উপযোগী হয়নি। এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ৭নং ওয়ার্ড বালুখালীতে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা। হাটহাজারী সমিতি ওমানের সভাপতি মেখলের বাসিন্দা আব্দুল হান্নান তালুকদারের পৃষ্ঠপোষকতায় এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে গুমানমর্দ্দন বালুখালীর সর্বস্তরের জনসাধারণ।

এতে প্রধান অতিথি ছিলেন গুমানমর্দ্দন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান মো. মুজিবুর রহমান। উদ্বোধক ছিলেন গুমানমর্দ্দন ইউনিয়ন যুবলীগের সভাপতি দিদারুল আলম চৌধুরী। ষাটোর্ধ্ব নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন চলছে শোকের মাস আগস্ট। তাছাড়া বিগত কয়েকদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রামে চলছে মানবিক বিপর্যয়। এরমধ্যে এখনও পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পানিবন্দি থাকা হাজার হাজার মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি।

এমন পরিস্থিতিতে এ ধরনের আয়োজন কতটুকু যৌক্তিক? এই বিষয়ে জানতে নৌকাবাইচ প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইকবালের মোবাইলে ফোন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে না পেরে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, শোকের মাসের এ ধরনের আয়োজন অবশ্যই উচিত নয়। নিজের মনে না বুঝলে, তাদের কিভাবে বুঝানো সম্ভব। তারা আমাকেও অতিথি করতে চেয়েছিল। আমি যেতে রাজি হইনি। এ ব্যাপারে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, শোকের মাস ও বন্যার মধ্যে নৌকাবাইচের আয়োজন করা এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সেখানে যাওয়া ঠিক হয়নি।

পূর্ববর্তী নিবন্ধ‘শেখ ফজিলাতুন নেছা আমার মা’ বই পেলেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধশিল্পকলায় চলছে প্রথমার বইমেলা