আর কতোবার শহর ডুবলে খাল খনন হবে! কবে হবে বৃষ্টির পানি, জোয়ারের পানিতে বিপর্যস্ত জীবনের অবসান! গত কয়েকদিন ধরে বৃষ্টি। শহরের বিভিন্ন এলাকায় সেই পুরনো সমস্যা, জলাবদ্ধতা। এসময় দেখলে মনে হয় নদীর ভেতর চলছে আমাদের জীবনযাত্রা। হালিশহর কে–ব্লক, জি–ব্লক, বসুন্ধরা আবাসিক,শান্তিবাগ,সিডিএ আবাসিক,পোর্ট এরিয়ার মধ্যে পোর্ট কলোনি, ইস্ট কলোনি, চকবাজার, মুরাদপুর, কাতালগঞ্জ, শুলকবহর, ষোলশহর ২ নং গেইট কোথায় নেই বৃষ্টির কারণে জমে থাকা হাঁটু সমান, কোমর সমান পানি? এই সমস্যা এক–দুই বছরের নয়। বেশ কয়েক বছর ধরে একই সমস্যা। প্রতি বছর স্থানীয় প্রশাসন বিশেষ করে সিটি কর্পোরেশন ও সিডিএ এর এতো উন্নয়ন বাজেট থাকার পরও কেন এলাকার ড্রেন ও খাল গুলো পরিষ্কার করা হচ্ছে না, আমরা জানি না। উন্নয়নের নামে এতো টাকা কোথায় যাচ্ছে এর জবাব কারো কাছে আছে বলে আমাদের মনে হয় না। যদি স্থানীয় প্রশাসনের উন্নয়নের বাজেট সঠিকভাবে ও সঠিক জায়গায় কাজে লাগাতো তাহলে আমাদের প্রতি বছর এই মৌসুমে কোমর সমান পানিতে আসা যাওয়া করতে হতো না। এই দুরবস্থা থেকে আমাদের পরিত্রাণ কবে হবে! কখন আমরা বৃষ্টি হলেও জলাবদ্ধতার কথা ভেবে আতঙ্কিত হওয়া বন্ধ করবো?