এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও এক ভর্তি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রেমে ব্যর্থতা ও পরীক্ষায় অকৃতকার্য

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৮:৪৮ পূর্বাহ্ণ

নগরীতে গতকাল পৃথক দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজন প্রেমে ব্যর্থ হয়ে এবং দ্বিতীয় জন ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আশরাফ হোসেন জুবায়ের (২২) নামের রাউজানের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর ভাড়া বাসায় আত্মহত্যা করেন। তিনি রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রবাসী মো. হারুনের ছেলে ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী।

নাম প্রকাশ না করার শর্তে তার এক বন্ধু বলেছেন, আশরাফের সাথে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত দেড়মাস আগে সে বন্ধুদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। হঠাৎ তারা দেখে ফেসবুক একাউন্টের বায়োতে তার একটি লেখা– ‘টুডে অ্যান্ড ফরএভার’।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে স্বাধীন আচার্য (২২) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গতকাল বিকেল পাঁচটার দিকে কোতোয়ালী থানাধীন এসি দাশ লেইনস্থ মেথরপট্টির নিজ বাসায় এ ঘটনা ঘটে।

স্বাধীনের পিতা দীপঙ্কর আচার্য জানান, স্বাধীন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় ঘটনার সময় সবার অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে সাড়ে ৭টার দিকে চমেক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধচুরি করা শার্ট গায়ে পরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল চোর
পরবর্তী নিবন্ধবন্যা দুর্গত মানুষের বন্ধু