লোহাগাড়ায় বন্যায় ২ হাজার মাটির বসতঘর বিধ্বস্ত

ভেঙে গেছে রাস্তাসহ খালের পাড়, ডুবে গেছে পুকুরসহ মাছ ও পোল্ট্রি খামার

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৭:১৭ অপরাহ্ণ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় লোহাগাড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পানির নিচে কৃষকের সিংহভাগ ক্ষেতখামার। উপজেলায় প্রায় ২ হাজার মাটির বসতঘর সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির স্রোতে ভেঙে গেছে খালের পাড় ও রাস্তা। ডুবে গেছে পুকুরসহ মাছের ও পোল্ট্রি খামার। বন্যার পানি নেমে যাবার পর দেখা যাচ্ছে ক্ষত চিহ্ন।

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) স্থানীয় ইউপি চেয়ারম্যানদের দেয়া তথ্য মতে জানা যায়, আমিরাবাদে প্রায় ৫শ’ মাটির বসতঘর বিধ্বস্ত হয়েছে। ইউনিয়নের সিংহভাগ সড়ক ক্ষতিগ্রস্ত এবং ডলু ও টংকাবতী খালে প্রায় ১৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্রায় ২ শতাধিক পুকুর ও মাছের খামার এবং ১০টি পোল্ট্রি খামার পানিতে ডুবে গেছে।

চুনতিতে প্রায় সাড়ে ৫শ’ মাটির বসতঘর সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে। ইউনিয়নের প্রায় ৫০ স্থানে রাস্তা ও খালের পাড় ভেঙে গেছে। প্রায় দেড়শ’ পুকুর ও মাছের খামার এবং ১০টি পোল্ট্রি খামার পানিতে ডুবে গেছে। সদর ইউনিয়নে প্রায় ৩শ’ মাটির বসতঘর সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে। ইউনিয়নের সুখছড়ি খালের ৪ স্থানেসহ প্রায় ১০ কিলোমিটার রাস্তা ভেঙে গেছে। শতাধিক পুকুর ও মাছের খামার ডুবে গেছে।

আধুনগরে প্রায় ২শ’ মাটির বসতঘর বিধ্বস্ত হয়েছে। ইউনিয়নের ডলু ও হাতিরখালের পাড়সহ সড়কের শতাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৩ শতাধিক পুকুর ও মাছের খামার এবং ৮টি পোল্ট্রি খামার পানিতে ডুবে গেছে।

বড়হাতিয়ায় প্রায় শতাধিক মাটির বসতঘর বিধ্বস্ত হয়েছে। ইউনিয়নের প্রায় ১২ স্থানে রাস্তা ও থমথমিয়া খালের পাড় ভেঙে গেছে। প্রায় শতাধিক পুকুর ও মাছের খামার ডুবে গেছে।

পুটিবিলায় প্রায় ৫০টি মাটির বসতঘর বিধ্বস্ত হয়েছে। ইউনিয়নের প্রায় ১২ স্থানে রাস্তা ও ডলু খালের পাড় ভেঙে গেছে। মাছের খামারসহ প্রায় ১০টি পুকুর ডুবে গেছে। এছাড়া ডুবে গেছে ২টি পোল্ট্রি খামার।

চরম্বায় প্রায় ৫০টি মাটির বসতঘর বিধ্বস্ত হয়েছে। ইউনিয়নের টংকাবতী ও জামছড়িসহ সড়কের প্রায় অর্ধ শতাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। পুকুরসহ প্রায় ৫শ’ মাছের খামার ও পোল্ট্রি খামার পানিতে ডুবে গেছে।

কলাউজানে প্রায় ৬০টি মাটির বসতঘর বিধ্বস্ত হয়েছে। ইউনিয়নের টংকাবতী খাল ও সড়কের ২০ স্থানে ভাঙন দেখা দিয়েছে। পুকুরসহ প্রায় ২শ’ মাছের এবং পোল্ট্রি খামার পানিতে ডুবে গেছে। এছাড়া পদুয়া ইউনিয়নের বহু মাটির বসতঘর বিধ্বস্ত, খালের পাড় ও রাস্তা ভাঙন এবং পুকুরসহ মাছের খামার ডুবে যাবার সংবাদ পাওয়া গেছে। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে একাধিকবার ফোন করেও সাড়া না পাওয়ায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

পুটিবিলার কৃষক আ.স.ম. দিদারুল আলম জানান, তিনি ৪৫ শতক জমিতে মরিচ ও ১২ শতক জমিতে টমেটো চারা রোপণ করেছেন। এতে তার প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। সবেমাত্র গাছে মরিচ ধরা শুরু করেছে। বন্যার পানি সরে গেলেও গাছগুলো মরে যেতে শুরু করেছে। এছাড়া টমেটো ক্ষেত এখনো পানির নিচে রয়েছে। বন্যায় তার ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

আমিরাবাদের ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক মো. সালাহ উদ্দিন জানান, জীবনে বন্যায় এতো পানি হবে কল্পনা করিনি। পানিতে তার বাবার আমলের প্রায় ৬০ বছরের পুরাতন বসতঘরটি বিধ্বস্ত হয়ে গেছে। বসতঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। যার ফলে তিনি বহু ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান তিনি।

লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাজী শফিউল ইসলাম জানান, বন্যার পানি সম্পূর্ণ সরে গেলে কৃষকের ক্ষেতের চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।

এদিকে, পোল্ট্রি ও গবাদি পশুর খামারের ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

লোহাগাড়া নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য উপজেলার সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বন্যার পানি নামলেও কমেনি দুর্ভোগ
পরবর্তী নিবন্ধপেকুয়ায় বানের পানিতে ভেসে ৩ শিশু, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১