এশিয়া কাপ মিশনের আগে ঢাকায় হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:১৭ পূর্বাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ দলের কোচিং স্টাফরা ছুটিতে গিয়েছিলেন। সামনে এশিয়া কাপ। আর সে আসরকে সামনে রেখে প্রস’তি নিতে ঢাকায় ফিরতে শুরু করেছে দলের কোচিং স্টাফরা। দলের হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে ৭ আগস্ট আসার কথা থাকলেও শেষ পর্যন্ত গতকাল ৯ আগস্ট তিনি রাজধানীতে পা রাখলেন। হাথুরুসিংহে ঢাকায় পৌঁছালেও জাতীয় দলের এশিয়া কাপের প্রস’তি কবে কখন শুরু হবে তা ঘোষনা করা হয়নি। অবশ্য বোর্ড এখনো এশিয়া কাপের অধিনায়ক ঘোষণা করতে পারেনি। গত মঙ্গলবার বিকেলে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন ১২ আগস্ট এসিসির বেঁধে দেয়া সময়ের মধ্যেই এশিয়া কাপের অধিনায়ক ও দল ঘোষণা করা হবে। তবে সেটা কি ২০-২২ জনের নাকি সরাসরি ১৫ জনের মূল স্কোয়াড তা জানানো হয়নি।
বলা হয়েছিল এমিয়া কাপের জণ্য একটি প্রাথমিক দল ঘোষনা করে ১১ আগস্ট থেকে দলের অনুশীলন শুরু করা হবে। এখন সেটা আর হচ্ছেনা। কারন ১২ আগস্ট দল ঘোষনার পর হয়তো অনুশীলন শুরু করা হবে। যদিও ক্রিকেটাররা ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন চালিয়ে যাচ্ছে। আর প্রতিদিনই ক্রিকেটাররা সে কাজটা চালিয়ে যাচ্ছেন। দলের প্রধান কোচ ঢাকায় ফেরায় এখন হয়তো কাজে গতি পাবে। আগামী শনিবারের মধ্যে দলের অধিনায়ক এবং দল ঘোষনা করা হবে। এরপর শুরু হবে অনুশীলন। এরই মধ্যে গত মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় অধিনায়ক নির্বাচনের দায়িত্ব বোর্ড সভাপতির উপর ন্যস্ত করেছে। তিনি এখন দলের অধিনায়কের নাম ঘোষনা করবেন। সে সাথে নির্বাচকরা তাদের দল ঘোষনার কাজটিও শেষ করবেন। তবে সময়যে খুব বেশি নেই সেটা ভালই টের পাচ্ছেন নির্বাচকরা। এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি দল ঘোষনা এবং দলের অনুশীলন শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধফেইমের ‘প্রতীক্ষা অন্তহীন…’
পরবর্তী নিবন্ধএশিয়া কাপের জন্য পাকিস্তান দল ঘোষিত