চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে করা শাকিব খানের মামলার প্রথম দিনই সাক্ষ্যগ্রহণ হলো না বাদীর অনুপসি’তির কারণে। গতকাল ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন’ মামলার বাদী ঢাকাই সিনেমার নায়ক শাকিব খা পেশাগত কারণে ব্যস্ত থাকায় আদালতে উপসি’ত হতে পারেননি বলে সময়ের আবেদন করেন তার আইনজীবী খায়রুল হাসান। আদালত সেই আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ অক্টোবর পরবর্তী দিন ঠিক করে দেন। খবর বিডিনিউজের।
এর আগে গত ৫ জুলাই ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমার আদালতে আসামির উপসি’তিতে মামলার অভিযোগ গঠন হয়। ওইদিন এজলাসে কাঠগড়ায় দাঁড়ানো রহমত উল্লাহকে অভিযোগ পড়ে শোনান হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। এ সময় আদালতের অনুমতি ছাড়া রহমতের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন শাকিবের আইনজীবী। বিচারক তাতে সায় দেন। গত ২৩ মার্চ ঢাকার মহানগর হাকিম আরাফাতুল রাকিবের আদালতে রহমত উল্লাহ বিরুদ্ধে মামলাটি করেন শাকিব খান। তার আগে রহমত উল্লাহ বাংলাদেশে এসে শাকিব খানের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছিলেন। এ নিয়ে বিরোধে তারা দুজনই পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কয়েকটি মামলা করেন। তার মধ্যে শাকিব খানের এ মামলাটির বিচার শুরু হয়েছে।